বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

ইউনিয়ন পরিষদ মেম্বার, চেয়ারম্যানের মাসিক বেতন দেখে নিন।

জনগণ মনে করে একজন জনপ্রতিনিধি অনেক বেশি কিছু পায় সরকার থেকে এটি কিন্তু সত্যি নয়। একজন জনপ্রতিনিধি সরকারের তরফ থেকে যে মাসিক ভাতা পায় তা খুবই কম। অদ্যবধি বলবৎ থাকা একটি আদেশের আলোকে বিষয়টি বর্ণনা করবো আজ।

স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ০৯/০৮/২০১৭ খ্রি: তারিখের আদেশ মতে ইউনিয়ন পরিষদের চেয়ার ম্যান ও সদস্যগণের সম্মানীভাতা নিম্নরুপ নির্ধারণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ

ইউপি-২ শাখা।

স্মারক নং -৪৬.০১৮.০৩২.০০.০০.০২৩.২০১৫ (অংশ-১)-৫৩৪; তারিখ: ০৯ আগষ্ট, ২০১৭

প্রেরক: মো: মাহাবুবুর রহমান

উপ-সচিব, স্থানীয় সরকার বিভাগ

প্রাপক: প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা

স্থানীয় সরকার বিভাগ, মৌচাক, ঢাকা।

বিষয়: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের সম্মানী ভাতা নির্ধারণ প্রসঙ্গে।

নিম্নস্বাক্ষরকারী আদিষ্ট হয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১০ (৫) ধারা এবং অর্থ বিভাগের স্মারক নং ০৭.০০.০০০০.১২৯.০০.০০৬.১৩.৭৩; তারিখ: ২১/০৬/২০১৭ খ্রি: অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণের মাসিক সম্মানী ভাতা (সরকারী অংশ ও ইউপি অংশ) নিম্নরূপভাবে পুন: নির্ধারণের জন্য অনুমোদন জ্ঞাপন করছি:

চেয়ারম্যান পাবেন: সরকারী অংশ ৪৫০০ এবং ইউপি অংশ ৫৫০০ সহ সর্বমোট ১০,০০০/- টাকা

সদস্য (মেম্বার) পাবেন: সরকারী অংশ ৩৬০০ এবং ইউপি অংশ ৪৪০০ সহ সর্বমোট ৮,০০০/- টাকা

২। ১ লা জুলাই, ২০১৬ তারিখ হতে ইহা কার্যকর হবে।

৩। স্থানীয় সরকার বিভাগের ০৫/০৭/২০১০ ইং তারিখের স্থাসবি/ইপ/বিধি-২৫/৯৯/৫৭২ নম্বর সম্মারকটি এতদ্বারা বাতিল করা হলো।

(মো: মাহাবুবুর রহমান)

উপসচিব।

 

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর বেতন কত – ১০,০০০/-, মেম্বার এর বেতন ৮,০০০/- টাকা মাত্র। বিস্তারিত নিচের পরিপত্র অনুসারে: ডাউনলোড

 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *