রোগ ব্যাধি । চিকিৎসা। প্রতিকার

জরুরী কাজ ব্যতীত রাত ৮ ঘটিকার পর বাহিরে বের হওয়া যাবে না।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। সন্ধা ৬.০০ টার স্থলে রাত ৮.০০ টা হতে সকাল ৬.০০ পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয় বিক্রয়, খাদ্য, দ্রব্য, ঔষধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ সৎকার ইত্যাদি) ব্যতীত কোনভাবেই বাড়ীর বাইরে আসা যাবে না;

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্বাস্থ্য অধিদপ্তর

মহাখালী, ঢাকা।

স্মারক নং: স্বা:অধি:/করোনা/২০২০-৫২ ; তারিখ: ০৬ মে ২০২০ খ্রি:

ঘোষণা

ইতিপূর্বে সংক্রামক রো (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ (২০১৮ সালের ৬১ নং আইন) এর ১১ (১) ধারার ক্ষমতাবলে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ এপ্রিল ২০২০ তারিখের স্মা: অধি:/করোনা/২০২০-৩৪ নং স্মারকে ঘোষণায় উল্লিখিত নির্দেশনাসমূহ নিম্নরূপভাবে পরিবর্তিত হবে:

১। করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। সন্ধা ৬.০০ টার স্থলে রাত ৮.০০ টা হতে সকাল ৬.০০ পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয় বিক্রয়, খাদ্য, দ্রব্য, ঔষধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ সৎকার ইত্যাদি) ব্যতীত কোনভাবেই বাড়ীর বাইরে আসা যাবে না;

২। এক জেলা হতে অন্য জেলা এবং এক উপজেলা হতে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন/ আইন শৃংখলা এ নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তাবায়ন করবে;

৩। যে সকল জেলা/ উপজেলা এখন পর্যন্ত করোনা ভাইরাস মুক্ত রয়েছে, সে সকল এলাকায় বহিরাগতদের আগমন কঠোরভাবে নিয়ন্ত্রণ করে বিশেষ ব্যবস্থাপনায় যুক্তিসংগতভাবে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা যাবে;

৪। চলাচল নিষেধাজ্ঞাকালীন জনসাধারণ এবং সকল কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারীকৃত নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে।

৫। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত কারিগরী নির্দেশনাগুলি (https://dghs.gov.bd) সর্বস্তরে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হলো।

 

(অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ)

মহাপরিচালক

স্বাস্থ্য অধিদপ্তর

জরুরী কাজ ব্যতীত রাত ৮ ঘটিকার পর বাহিরে বের হওয়া যাবে না: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *