সাধারণ ভবিষ্য তহবিলের অর্থের উপর সাধারণত ১৩% সুদ প্রদান করা হয়। এ সুদ যদি কেউ নিতে না চায় তাহলে হিসাব খোলার সময় উল্লেখ করে দিলেই প্রতি বছর সুদ যোগ করা হবে না।
- সুদের হার ১৩%
- চাকুরী স্থায়ী হওয়ার পর অর্থাৎ ০২ বছর পর জিপিএফ কর্তন বাধ্যতামূলক।
- চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করা হয়।
- চাকুরীজিবীর বয়স ৫২ বছরের উর্দ্ধে হলে অফেরত যোগ্য ঋণ নেয়া যায়।
- জিপিএফ থেকে গ্রহণকৃত অগ্রিম ফেরত দিতে হয়।
- ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম ২০২৫ । এনআইডি মাইগ্রেশনের প্রয়োজনীয় কাগজপত্র কি লাগে?
- জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় ২০২৫। ১৫ দিনে জন্ম সনদ পাওয়া যায়?
- মহার্ঘ ভাতার আপডেট ২০২৫ । সুশীল সমাজ ও অযৌক্তিক মন্তব্যের পক্ষে কি সরকার অবস্থান নিচ্ছে?
- NON Govt. Teacher Pension Facilities 2025 । বেসরকারি শিক্ষক অবসরে এককালীন আর্থিক সুবিধাদির কি কি পাওয়া যায়?
- বেসরকারি শিক্ষক অবসর কল্যাণ ভাতার হিসাব ২০২৫ । বর্তমানে এবং ৫ ও ১০ বছর পরে কল্যাণ ও অবসর সুবিধা প্রাপ্তির তুলনামূলক বিবরণী
বিস্তারিত জানতে জিপিএফ বিধিমালা ও স্মারক দেখুন: ডাউনলোড
চাকুরি হতে বহিস্কৃত হলে কি পি এফ এর টাকা পাওয়া যাবেনা?
মূল টাকা ফেরত পাবেন।