ফত’ওয়া নং ৭০৫১, গত ২২/০৭/২০১৪ খ্রি: তারিখের ফত’ওয়া বিভাগ জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এর পত্রের মাধ্যমে জিপিএফ এর অতিরিক্ত প্রদত্ত অর্থ সুদ কিনা তার উত্তরে জানানো হয় যে,
সরকারি বিধি মোতাবেক বাধ্যতামূলক/ আবশ্যিকভাবে জিপি ফান্ডে (জেনারেল প্রভিডেন্ট ফান্ড) বেতন কর্তন করে পরবর্তিতে তার সাথে যে অতিরিক্ত টাকা দেয়া হয় শরিয়তের দৃষ্টিতে তা সুদ নয়।
- সরকারি কর্মচারী বান্ধব বেতন কাঠামো ২০২৪ । ৯ম পে স্কেল এভাবে হলে কেমন হতো?
- মিউটেশন/ নামজারি প্রয়োজনীয় ফি ২০২৪ । খারিজ বা নামজারি ফি কি অনলাইনে পরিশোধ করতে হবে?
- Departmental Candidate Age Limit 2024 । বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৩৫ বছরও গ্রহণযোগ্য?
- Maternity Leave After Baby Birth 2024 । শিশুর জন্মের পরও মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা যাবে
- অডিট আপত্তি নিষ্পত্তি নির্দেশনা ২০২৪ । সর্বশেষ ০৩ বছরের রেকর্ডের ভিত্তিতে পেনশন দিতে হবে?
পত্রে আরও বলা হয়েছে, তাই তা গ্রহণ করা বৈধ। আর এ ফান্ডে চাকরিজীবীর স্বেচ্ছায় রাখা টাকার অতিরিক্ত অংশটা সদকা করে দেয়া চাই।
ফত’ওয়া বিভাগের মতে জিপিএফ এ প্রদত্ত অতিরিক্ত অর্থ সুদ নয় এ সংক্রান্ত অনুচ্ছেদ সংযুক্ত করা হলো: ডাউনলোড
ফতোয়া বিভাগ, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, ফতোয়া নং: ২৬৭৯/গ, তারিখ: ২৮/০৭/২০১৯, মোবাইল ০১৮১৬৩৬৭৯৭৫, www.rahmaniadhaka.com
উত্তর: বাধ্যতামূরক প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত মূল টাকার উপর প্রদেয় অতিরিক্ত অংশ সুদ নয়। সুতরাং তা গ্রহণ করা বৈধ হবে। আর প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক নয় বরং ঐচ্ছিক টাকা রাখা থেকে বিরত থাকা কর্তব্য, ঐচ্ছিক টাকা উপর অতিরিক্ত যা দেওয়া হবে তা গ্রহণ করা জায়েয নয়।
ফত’ওয়া বিভাগের মতে জিপিএফ এ প্রদত্ত অতিরিক্ত অর্থ সুদ নয় এ সংক্রান্ত ২০১৯ সালের আদেশ: ডাউনলোড
বিভিন্ন প্রকার আদেশ থেকে সুদ /ইনক্রিমেন্ট শব্দটি উঠিয়ে দেয়ার জন্য সরকার ১৭ জুন ২০২০ তারিখে জিপিএফ এ জমাকৃত অর্থের উপর ইনক্রিমেন্ট সুদ নয় মুনাফা হিসাবে গণ্য হবে: ডাউনলোড
ধন্যবাদ।
Pingback: জিপিএফ এ "Increment" শব্দটি যুক্তকরণ সংক্রান্ত গেজেট। » বাংলাদেশ সার্ভিস রুলস । শুধুমাত্র সরকারি