জিপিএফ স্লীপে মুনাফা হিসাব ২০২৫ । সাধারণ ভবিষ্য তহবিল স্লীপ পূরণ করুন নিজে নিজেই
অর্থ বছর শেষে জুলাই মাসে জিপিএফ এ জমাকৃত আসল ও সুদের হিসাব বিবরণী আনতে হয় হিসাব রক্ষণ অফিস হতে। এক্ষেত্রে হিসাব রক্ষণ অফিসের ব্যস্ততার কারণে তারা স্লীপ দিতে বিলম্ব করে। কোন কোন সময় তাদের দপ্তরের পিয়ন অথবা সংশ্লিষ্ট দপ্তরের ক্যাশ সরকার তারাহুরো করে ভুলে ভরা জিপিএফ স্লীপ নিয়ে আসে-জিপিএফ স্লীপে মুনাফা হিসাব ২০২৫
আপনি নিজে হিসাব করে যদি জিপিএফ স্লীপের ফরম পূরণ করে দেন খুব সহজেই সঠিক ও শুদ্ধ জিপিএফ স্লীপ পেতে পারেন এবং দ্রুততার সহিত পেতে পারেন।
উদাহরণ: মতিন সাহেবের পূর্বে স্থিতি ৪৯,৯৭৮ টাকা, মাসিক কর্তন ১,৫০০ টাকা, অগ্রিম উত্তোলন নাই। বছরান্তে তার হিসাব নিম্নরূপ:
১। প্রারম্ভিক জমা = ৪৯,৯৭৮ /- টাকা মাত্র।
২। বৎসরের জমা ১,৫০০*১২ = ১৮,০০০/- টাকা।
৩। বৎসরের মুনাফা ৪৯,৯৭৮*০.১৩ = ৬,৪৯৭.১৪ টাকা এবং ১,৫০০*০.৮৪৫ =১,২৬৭.৫০ টাকা, তাহলে সর্বমোট মুনাফা ৭,৭৬৪.৬৪ টাকা মাত্র।
৪। প্রত্যাহার – প্রযোজ্য নয়।
৫। ৪৯,৯৭৮ টাকা + ১৮,০০০ টাকা + ৭,৭৬৪.৬৪ টাকা = ৭৫,৭৪২.৬৪ টাকা সর্বমোট জমা মাত্র।
পূরণকৃত জিপিএফ স্লিপ
- যেভাবে জিপিএফ স্লীপটি পূরণ করবেন: নমুনা।
- জিপিএফ স্লীপ ফরম যা পূরণ করে এজি অফিসে পাঠাবেন ক্যাশ পিয়ন দিয়ে: ডাউনলোড
আপনি চাইলে অনলাইন হতেও জিপিএফ স্লীপ পূরণ করে কপি প্রিন্ট করে নিতে পারেন। এ জন্য আপনাকে প্রথমে জিপিএফ ক্যালকুলেটরে যেতে হবে। বছরান্তে স্থিতি সিলেক্ট করতে হবে। নিচের তথ্যগুলো দিয়ে ফলাফল দেখুন এবং আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন জিপিএফ স্লিপ এবং হিসাব রক্ষণ অফিস হতে তা প্রতিপাদন করে নিতে পারেন।
- জিপিএফ কর্তন
- পূর্বের স্থিতি*
- বিগত বছর ৩০ জুন পর্যন্ত মোট স্থিতিমাসিক কর্তন*
- মুনাফার হার ১৩%
- অগ্রিম উত্তোলন
- অগ্রিম উত্তোলনের তারিখ
১) সকল মাসের কর্তন সমান ? হ্যাঁ না ২) সকল কর্তন মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধিত ? হ্যাঁ না