Annual Increment Check 2025 । ১ লা জুলাই ইনক্রিমেন্ট লাগছে কিনা চেক করবেন যেভাবে
আমরা যারা সরকারি চাকরি করি তারা সবাই জানি যে, প্রতি বছর ১লা জুলাই তারিখে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট পেয়ে থাকি। প্রত্যেকটি কর্মচারীর উচিৎ নিজে অনলাইনে এসে একবার হলেও চেক করা অনলাইনে তার ইনক্রিমেন্ট লাগলো কিনা-Annual Increment Check 2025
যারা হার্ডকপির মাধ্যমে বেতন নিয়ে থাকেন তারা পরবর্তীতে অনলাইনে ইএফটিতে বেতন নিতে গিয়ে ঝামেলায় পড়েন শুধুমাত্র অনলাইন ইনক্রিমেন্ট সার্টিফিকেট চেক না করার কারণে। আমরা জানি স্বয়ংক্রিয়ভাবে প্রতি বছর অনলাইনে ইনক্রিমেন্ট যোগ হয় কিন্তু কারিগরী ক্রুটির কারণেও অনেক সময় কিছু এন্ট্রি সফল ভাবে হয়না। আসুন দেখে নিই কিভাবে অনলাইনে বেতন বৃদ্ধি চেক করতে হয় এবং একটি কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিই।
(১) ইন্টারনেট কানেকশন দেবার পর যে কোনো ব্রাউজারে (ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স) প্রবেশ করে “Address Bar” এ টাইপ করুন www.payfixation.gov.bd এবং Enter বাটন চাপুন অথবা অনলাইন পে ফিক্সেশন লিখে গুগল করুন।
(২) এরপর ‘অনলাইন বেতন নির্ধারণী’ পেইজ আসবে এবং সেখান থেকে “পরবর্তী ধাপ” বাটনটিতে ক্লিক করুন।

(৩) এরপর যে পেইজটি আসবে সেখান থেকে ‘ আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি’ এর বক্সে ক্লিক করুন এবং ‘পরবর্তী’ বাটনটিতে আবারও ক্লিক করুন।

(৪) আগত পেজটিতে “ইনক্রিমেন্ট” বাটনটিতে ক্লিক করুন। তারপর Information বক্সে “হ্যাঁ ”বাটনে ক্লিক করুন।

(৫) পেইজটি হতে বেসামরিক সিলেক্ট করুন।

(৬) এরপর যে ডায়ালগ বক্স আসবে সেখানে National ID, Verification no ( যে নম্বর ২০১৫ সনে পে- ফিক্সেশনের সময় দেয়া হয়েছিল অথবা প্রতি বছরের এ ফিক্সেশন শীটেও পাবেন) এবং ইমেজ কোড দিয়ে (ফাঁকা বক্সে বাম দিকের সংখ্যাগুলো লিখে) login বাটনটি চাপুন।

(৭) পরবর্তী ধাপে “লগইন”-এর জন্যে আপনার মোবাইলে প্রেরিত ৪ সংখ্যার Verification number বা কোড নির্ধারিত ফাঁকা ঘরে এন্ট্রি দিতে হবে এবং “Validate” এ ক্লিক করুন।

(৮) এরপরই আপনি আপনার কাঙ্খিত বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অটো সার্টিফিকেট প্রদত্ত পেজটি দেখতে পাবেন।

৯। সেখানে আপনার নাম পদবী, মোবাইল নম্বর এবং ইনক্রিমেন্ট সহ ১ লা জুলাই তারিখে আপনার মুল বেতন দেখাবে।

(১০) আপনার কম্পিউটারের সঙ্গে এ সময় প্রিন্টার সংযুক্ত করে প্রিন্ট অপশন থেকে কাঙ্খিত পেজটি প্রিন্ট করে নিতে পারবেন যত খুশি তত কপি। এজন্য উপরে চিহ্নিত প্রিন্ট বাটনে চাপতে হবে।
আশা করছি আমরা বিষয়টি ভালভাবে বুঝতে পেরেছেন এবং তাতেও যদি সমস্যায় পড়েন তবে নিচের ভিডিওটি দেখে নিন। ধন্যবাদ।
বার্ষিক বেতন বৃদ্ধি চেক কিভাবে? বার্ষিক বেতন বৃদ্ধি (increment) সাধারণত প্রতি বছর ১লা জুলাই তারিখে হয়ে থাকে। সরকারি কর্মচারী হলে, আপনার বেতন স্কেলের উপর ভিত্তি করে বার্ষিক ১০% বেতন বৃদ্ধি পাওয়ার কথা। বেসরকারি ক্ষেত্রে, বেতন বৃদ্ধির নিয়মাবলী কোম্পানির অভ্যন্তরীণ নীতির উপর নির্ভর করে। অনলাইনে বেতন বৃদ্ধি চেক করার জন্য, আপনার আইডি নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে বেতন নির্ধারণের ওয়েবসাইটে (যেমন iBAS++) যেতে পারেন।
বার্ষিক বেতন বৃদ্ধি (increment) চেক করার নিয়ম: সরকারি কর্মচারী: iBAS++ (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম) ওয়েবসাইটে যান। আপনার আইডি নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করুন। বেতন নির্ধারণ এবং ইনক্রিমেন্ট সংক্রান্ত তথ্য দেখুন।
বি:দ্র: ১ জুলাই ইনক্রিমেন্ট লাগলে আপনাকে বা অফিসকে কিছুই করতে হবে না। বেতনের সাথে অটো যুক্ত হয়ে যাবে। তাই হয়রানি বা অস্থির হওয়ার কোন সুযোগ নেই। ম্যানুয়ালী আপডেট করার কোন দরকার নেই।
বার্ষিক বেতন বৃদ্ধি অনলাইনে দেখবো কিভাবে?
সরকারি কর্মচারী হলে, iBAS++ সিস্টেমে আপনার বার্ষিক বেতন বৃদ্ধি অনলাইনে দেখতে পারবেন। বেসরকারি কর্মচারী হলে, প্রতিষ্ঠানের বেতন কাঠামো এবং নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি অনলাইনে দেখা যেতে পারে। বেতন বৃদ্ধির অনলাইন কপি সাধারণত অফিস থেকে সরবরাহ করা হয়, যা আপনি সংগ্রহ করতে পারেন।
সরকারি কর্মচারীদের জন্য: সরকারি কর্মচারীরা তাদের বার্ষিক বেতন বৃদ্ধি iBAS++ (Integrated Budget and Accounting System) সিস্টেমে দেখতে পারবেন। iBAS++ একটি স্বয়ংক্রিয় সিস্টেম যা পে ফিক্সেশন ওয়েবসাইটের সাথে সংযুক্ত। তাই, বেতন বিল করার সময় স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি দেখতে পারবেন। সাধারণত, বেতন বৃদ্ধির কপি অফিসে জমা দিতে হয় না, কারণ এটি অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। মোবাইল থেকে দেখা: iBAS++ ওয়েবসাইটে প্রবেশ করে বা মোবাইল অ্যাপ ব্যবহার করে বেতন বৃদ্ধির কপি দেখা যেতে পারে।
বেসরকারি কর্মচারীদের জন্য: বেসরকারি খাতে বেতন বৃদ্ধি প্রতিষ্ঠানের বেতন কাঠামো এবং বেতন বৃদ্ধির নিয়মের উপর নির্ভর করে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানে অনলাইনে বেতন বৃদ্ধির কপি সরবরাহ করা হয়, যা কর্মচারী সংগ্রহ করতে পারে। বেতন বৃদ্ধির অনলাইন কপি বা তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগে যোগাযোগ করা যেতে পারে।
সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি সাধারণত ১লা জুলাই তারিখে হয়ে থাকে। বেতন বৃদ্ধির কপি সাধারণত একটি সার্টিফিকেট আকারে প্রদান করা হয়, যা অনলাইনেও পাওয়া যেতে পারে। যদি অনলাইনে বেতন বৃদ্ধি দেখতে সমস্যা হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সহায়তা নেয়া যেতে পারে।
বাৎসরিক ইনক্রিমেন্ট লাগার হিসাব
জি। লিকং দেয়া আছে।https://bdservicerules.info/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a7%a7%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87/
আসসালামু আলাইকুম, আমি আপনার নিয়মিত পাঠক
আমরা ৭৮৬ জন ০২ ফেব্রুয়ারি ২০২৪ সালে জয়েন করি। কিন্তু আজ পর্যন্ত কোন ইনক্রিমেন্ট লাগেনি আইবাসে আমাদের ব্যাচের কারোরি ইনক্রিমেন্ট দেখাচ্ছে না অথচ আমাদের পরের ব্যাচের ডিসেম্বর ২০২৪ তে জয়েন করার পরও তাদের ইনক্রিমেন্ট দেখাচ্ছে। আমাদেরটা কেন দেখাচ্ছে না?
কোন সমস্যা নাই। হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন। তারা লাগিয়ে দিবে। কোন তথ্য ঘাটতি বা এন্ট্রি হয়নি বলে এমন আসছে। মাস্টার ডাটায় তথ্য এন্ট্রি সঠিক করলে ইনক্রিমেন্ট চলে আসবে।