সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

এক পাতার সঞ্চয়পত্র ফরম ২০২৫ । ৫ লাখ টাকা থাকলে সঞ্চয়পত্র নাকি ফিক্সড ডিপোজিট করা ভাল?

সঞ্চয়পত্র ক্রয়ের নতুন ফরম- ২০২৪ এ ফরম কম্পিউটারে পূরন কর যায়। এ ফরম পুরন করে যে কোন ব্যাংক হতে অনলাইনে সহজে সঞ্চয়পত্র ক্রয় করা যায়। ২০২৪-২৫ কর বছরে আয়কর রেয়াত পাওয়ার জন্য ৩০ জুন/২০২৪ এর মধ্যে সঞ্চয়পত্র কিনতে পারেন-এক পাতার সঞ্চয়পত্র ফরম ২০২৫

যে কোন ধরনের সঞ্চয়পত্র আয়কর রেয়াতযোগ্য। ২০২৪-২৫ কর বর্ষের রিটার্ণ স্লিপ দিয়েই নভেম্বর/২৪ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। ডাকঘর হতে সঞ্চয়পত্র ক্রয় এবং সঞ্চয়পত্রের মাসিক মুনাফা উত্তোলন করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমরা খুব সহজেই সোনালি ব্যাংক হতে সঞ্চয়পত্র কিনতে পারি। এক্ষেত্রে Online অটোমেশন সিস্টেমে সঞ্চয়পত্র ক্রয়ে ক্রেতা এবং নমিনির যে সকল কাগজপত্র লাগবে। দীর্ঘ মেয়াদে ৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের চেয়ে সঞ্চয়পত্র ভাল মুনাফা দিবে। ফিক্সড ডিপোজিট ৭-৯% মুনাফা দেয় সেখানে সঞ্চয়পত্র ১১.৫২% পর্যন্ত মুনাফা দেয় সুতরাং সঞ্চয়পত্র ভাল।

নতুন নিয়মে সঞ্চয়পত্র ক্রয়ে প্রয়োজনীয় কাগজপত্র ক্রেতার ক্ষেত্রে

  • সঞ্চয়পত্র ফরম
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • ই টিন সার্টিফিকেটের ফটোকপি (এক লাখ টাকার উপরে হলে)
  • ছবি দুই কপি (০২) কপি,
  • MICR চেক এর মাধ্যমে বিনিয়োগের টাকা প্রদান;
  • ৫ লক্ষ টাকার অধিক ক্রয়ের ক্ষেত্রে রিটার্ণ স্লিপ জমা দিতে হয়।

নমিনির ক্ষেত্রে:

  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • দুই কপি ছবি (ক্রেতা কর্তৃক সত্যায়িত)

কম্পিউটারে বা হাতে পূরণ করে আজই কিনে নিতে পারে সঞ্চয়পত্র MS Word Format: ডাউনলোড ফরম-১, ডাউনলোড ফরম-২

কম্পিউটারে বা হাতে পূরণ করে আজই কিনে নিতে পারে সঞ্চয়পত্র PDF Format: ডাউনলোড ফরম-১, ডাউনলোড ফরম-২

এক পাতার সঞ্চয়পত্র ফরম । প্রিন্ট করে হাতে জমা দিলেই হল

One-leaf-Paribar-sanchaypatro-form-2023

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্নোত্তর পর্ব:

  • এখন প্রশ্ন আসতে পারে MICR চেক বুক কি? উত্তর:
  • সহজ ভাষায় বলতে গেলে এমআইসিআর চেক বলে প্রতিটি চেকের পাতায় হিসাব ধারীর নাম খোদাই বা এমবোস করে লেখা থাকতে হবে। অনলাইন চেক বইকেই MICR চেক বুক বলে।
  • প্রশ্ন: নমিনির কি এক্ষেত্রে যেতে হবে ফরমে স্বাক্ষর করতে?
  • উত্তর: হ্যাঁ যেতে পারে, তবে আপনি ফরম বাড়িতে এনেও তার স্বাক্ষর নিয়ে নিতে পারেন।
  • প্রশ্ন: টাকা কি যার কাছে ফরম জমা দিব তাকেই দিতে হবে?
  • উত্তর: না। আপনার একাউন্টে জমা থাকবে, তাকে ব্ল্যাংক চেকের কপি দিতে হবে।
  • প্রশ্ন: যে দিন কাগজপত্র জমা দেব সেদিন থেকেই কি হিসাব ধরা হবে?
  • উত্তর: না, আপনার মোবাইলে ম্যাসেজ আসবে যেদিন সেদিন থেকে। (মোবাইল মেসেজে অবশ্যই উল্লেখ থাকবে আপনার টাকা ডেবিট করা হয়েছে এবং সফল ভাবে আপনি সঞ্চয়পত্র কিনতে সক্ষম হয়েছেন।

সঞ্চয়পত্রের মুনাফা কি প্রতি মাসে সঞ্চয় অফিস বা ঐ ব্যাংকে গিয়ে তুলতে হবে? উত্তর: না, আপনার একাউন্টে মুনাফা ঢোকার সাথে সাথে প্রতি মাসে আপনি ম্যাসেজ পাবেন এবং বাংলাদেশের যে কোন সোনালী ব্যাংক শাখা হতে চেকের মাধ্যমে তুলতে পারবেন। চাইলে কার্ড ব্যবহার করেও তুলতে পারবেন।

সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম

(০১)

পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম 

PDF-4 Download

word-4 Download

(০২)

পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম 

PDF-4 Download

word-4 Download

(০৩)

৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম 

PDF-4 Download

word-4 Download

(০৪)

৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম

PDF-4 Download

word-4 Download

 

৫ লাখ টাকা থাকলে সঞ্চয়পত্র নাকি ফিক্সড ডিপোজিট করা ভাল?

৫ লাখ টাকা বিনিয়োগের জন্য সঞ্চয়পত্র (সঞ্চয় স্কিম) ফিক্সড ডিপোজিট (FD) এর চেয়ে ভালো হতে পারে, কারণ সঞ্চয়পত্রের মুনাফার হার সাধারণত ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি থাকে। তবে, কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। সঞ্চয়পত্রের মুনাফার হার সাধারণত ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি, বিশেষ করে ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্রের ক্ষেত্রে। সঞ্চয়পত্র সরকার কর্তৃক নিশ্চিত করা হয়, যা ফিক্সড ডিপোজিটের তুলনায় বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করে। সঞ্চয়পত্র বিভিন্ন ব্যাংক এবং পোস্ট অফিসের মাধ্যমে কেনা যায়, যা ফিক্সড ডিপোজিট এর চেয়ে সহজ হতে পারে। ফিক্সড ডিপোজিট সাধারণত সঞ্চয়পত্রের চেয়ে দ্রুত অর্থ তোলার সুবিধা দেয়, যদিও কিছু ক্ষেত্রে জরিমানা লাগতে পারে। ফিক্সড ডিপোজিটের মেয়াদ এবং সুদের হার বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ভিন্ন হতে পারে, যা আপনার বিনিয়োগের প্রয়োজন অনুযায়ী নির্বাচন করতে সাহায্য করে। সঞ্চয়পত্র এবং ফিক্সড ডিপোজিটের বর্তমান মুনাফার হার যাচাই করুন এবং তুলনা করুন। সঞ্চয়পত্র এবং ফিক্সড ডিপোজিটের মেয়াদ বিবেচনা করুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী নির্বাচন করুন। সঞ্চয়পত্র এবং ফিক্সড ডিপোজিটের অর্থ তোলার শর্তাবলী যাচাই করুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী নির্বাচন করুন। যদি আপনি একজন মুসলমান হন, তাহলে সঞ্চয়পত্রের মুনাফা গ্রহণ করা শরিয়তসম্মত কিনা তা বিবেচনা করুন, কারণ সুদ গ্রহণ করা ইসলামে নিষিদ্ধ। ৫ লাখ টাকা বিনিয়োগের জন্য সঞ্চয়পত্র একটি ভাল বিকল্প হতে পারে, বিশেষ করে যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান এবং উচ্চ মুনাফার হার পেতে চান। তবে, ফিক্সড ডিপোজিটও একটি ভাল বিকল্প, যদি আপনি দ্রুত অর্থ তোলার সুযোগ এবং বিভিন্ন বিনিয়োগের বিকল্প চান। আপনার প্রয়োজন এবং পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে আপনার সিদ্ধান্ত নিতে পারেন।

সঞ্চয়পত্র ক্রয় ডকুমেন্টস ২০২৪ । গত বছরের রিটার্ন স্লিপ দিয়ে নভেম্বর পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করা যাবে

 

Document list for Sanchayapatra । সোনালি ব্যাংক হতে সঞ্চয়পত্র ক্রয়ে প্রয়োজনীয় কাগজপত্রাদি

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

7 thoughts on “এক পাতার সঞ্চয়পত্র ফরম ২০২৫ । ৫ লাখ টাকা থাকলে সঞ্চয়পত্র নাকি ফিক্সড ডিপোজিট করা ভাল?

  • জাহাঙ্গীর

    যদি ৭ দিনের মধ্য SMS না পাই তাহলে কি করব

  • ব্যাংকে যোগাযোগ করবেন প্রথমে।

  • নমিনী যদি এন আই ডি না থাকে সে ক্ষেত্রে কি জননিবন্ধন দেয়া যাবে

  • Sonali Bank ei ki account thaka Hobe? Onno bank a account thakla Hobe na? Post office a kivabe tk Jona dibo?

  • হবে। যে কোন তফসিলী ব্যাংকের একাউন্ট হলেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *