বিএসআর বিধি ৫(১৫) অনুসারে দিন বলতে ইংরেজী দিন বুঝাইবে। মধ্য রাত্র অর্থাৎ রাত ১২ ঘটিকা অতিক্রান্ত হওয়ার মূহুর্ত হইতে একটি দিনের শুরু এবং পরবর্তী মধ্য রাত্রে অর্থাৎ রাত্র ১২ ঘটিকায় উক্ত দিনটির সমাপ্তি। তবে সদর দপ্তর হইতে অনুপস্থিতির ক্ষেত্রে ২৪ ঘন্টা সময়কে একটি ধরা হইবে। অর্থাৎ সদর দপ্তর ত্যাগ করার সময় হইতে ২৪ ঘন্টা সময় অতিক্রান্ত হইলেই কেবল উক্ত সময়েকে একদিন হিসাবে গণনা করা যাইবে। এই ক্ষেত্রে দিন গণনায় তারিখের পরিবর্তনকে বিবেচনায় আনা যাইবে না।
বিএসআর রুলস-৫ অনুসারে:
(১) নিয়ন্ত্রকারী কর্মকর্তা অর্থ কোন নির্দিষ্ট সরকারী কর্মচারী বা কোন নির্দিষ্ট শ্রেণীর সরকারী কর্মচারীদের জন্য ভ্রমণ ভাতার উদ্দেশ্যে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসাবে সরকার কর্তৃক ঘোষিত কর্তৃপক্ষ।
বিএসআর, পার্ট-২ এর পরিশিষ্ট-২ তে নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের যে তালিকা সংযুক্ত আছে, এই সংক্রান্ত সরকারের বিভিন্ন আদেশের ফলে উক্ত তালিকায় পরিবর্তন সাধিত হয়েছে।
(২) দিন অর্থ পুঞ্জিকা দিন (Calender day) , যাহার আরম্ভ এক মধ্য রাত্রে এবং সমাপ্তি অপর মধ্য রাত্রে। কিন্তু সদর দপ্তর হইতে অনুপস্থিতি চব্বিশ ঘন্টা অতিক্রম না করিলে, অনুপস্থিতির শুরু বা শেষ যে সময়েই হোক না কেন, তাহা সকল উদ্দেশ্যেই একটি হিসাবে গন্য হইবে।
বিএসআর বিধি ৫(১৫) অনুসারে দিন বলতে ইংরেজী দিন বুঝাইবে। মধ্য রাত্র অর্থাৎ রাত ১২ ঘটিকা অতিক্রান্ত হওয়ার মূহুর্ত হইতে একটি দিনের শুরু এবং পরবর্তী মধ্য রাত্রে অর্থাৎ রাত্র ১২ ঘটিকায় উক্ত দিনটির সমাপ্তি। তবে সদর দপ্তর হইতে অনুপস্থিতির ক্ষেত্রে ২৪ ঘন্টা সময়কে একটি ধরা হইবে। অর্থাৎ সদর দপ্তর ত্যাগ করার সময় হইতে ২৪ ঘন্টা সময় অতিক্রান্ত হইলেই কেবল উক্ত সময়েকে একদিন হিসাবে গণনা করা যাইবে। এই ক্ষেত্রে দিন গণনায় তারিখের পরিবর্তনকে বিবেচনায় আনা যাইবে না।
প্রেষণ (Deputation) অর্থ বহি: বাংলাদেশে বিশেষ কর্ম প্রেষনেরত একজন সরকারী কর্মচারী প্রেষণে নিয়োজিত না হইলে বাংলাদেশে যে পদে নিয়োজিত থাকিতেন, ঐ পদের বেতন গ্রহণ করিবেন।
বাংলাদেশের অভ্যন্তরে প্রেষণ অনুমোদনযোগ্য নয়। পদ নাই এমণ কোন দায়িত্বে সার্বক্ষনিকভাবে নিয়োজিত করার ক্ষেত্রে উক্ত দায়িত্ব পালনের জন্য অস্থায়ী পদ সৃষ্টি করিতে হইবে।