আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে (TIN) থাকা বাধ্যতামূলক নির্দেশনা ২০২২

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী এবং বিদ্যুৎ সংযোগ প্রদানে কড়াকড়ি আরোপের জন্য সরকারি নতুন বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির ক্ষেত্রে টিন নম্বর প্রদানে বাধ্যবাধকতা আরোপ করেছে। প্রতিটি নতুন সংযোগ নিতে গ্রাহকের টিআইএন নম্বর থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

বিদ্যুৎ বিভাগ

সমন্বয়-২ অধিশাখা ভবন নং-০৬,

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

www.powerdivision.gov.bd

স্মারক নম্বর: ২৫.০০.০০০০,০৫২.৩১,০০৯.১r,৩১৫ তারিখ: ২৬ জুন ২০১৭

বিষয়: নতুন বিদ্যুৎ সংযোগের নিমিত্ত করদাতা সনাক্তকরণ নাম্বার (‘TIN) বাধ্যতামূলককরণ সংক্রান্ত।

সূত্রঃ ১) ডি,ও, নং-০৮.০১.০০০০.০৩.০৫.০১০,২০২২.০১, তারিখঃ ০৪/01/20২২ খ্রি, জাতীয় রাজস্ব বাের্ড।
২) ২৭.৮,০০০০,৩০৩.৯৯.০০৫.২২.২৩, তারিখঃ ০৯/০৩/২০১৭ খ্রি, ডিপিডিসি।

উপযুক্ত বিষয়ে সুত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে সকল সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বাের্ড এলাকাভুক্ত সকল আবাসিক, বাণিজ্জিাক এবং শিল্প পর্যায়ে নতুন বিদ্যুৎ সংযােগ প্রদানের ক্ষেত্রে করদাতা সনাক্তকরণ নম্বর (TIN)  বাধ্যতামূলক করার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জনা নির্দেশক্রমে অনুরোধ জানানাে হলাে।

আইরিন পারভীন

উপসচিব

ফোনঃ ০২-৪৭১২০৩০ ১

নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে (TIN) থাকা বাধ্যতামূলক নির্দেশনা ২০২২ : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *