নিজের ত্রুটির কারণে পদোন্নতি পরে প্রাপ্তির ক্ষেত্রে জ্যেষ্ঠতা ।
নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী(জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা ২০১১ অনুসারে জ্যেষ্ঠতা তালিকার প্রকাশিত বিজ্ঞপ্তি বিষয়ে কোন আপত্তি, অভিযোগ, পরামর্শ থাকিলে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে পরবর্তী ৩০ (ত্রিশ) কর্ম দিবসের মধ্যে উহা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাইতে হইবে।
কোন কর্মকর্তা বা কর্মচারী নিজের ত্রুটির কারণে পরে পদোন্নতিপ্রাপ্ত হইলে, উক্ত ক্ষেত্রে-
ক) পরবর্তী পদোন্নতির ফিডার পদের চাকরিকাল তাহার পদোন্নতিপ্রাপ্ত পদে নিয়মিত যোগদানের তারিখ হইতে গণনাযোগ্য হইবে।
খ) তাহার ফিডার পদের চাকরিকাল মূল ব্যাচের পদোন্নতির তারিখ হইতে গণনাযোগ্য হইবে না;
গ) তাহার নিম্ন পদের জ্যেষ্ঠতা বজায় থাকিবে। বিধি-৭(৫)
জেষ্ঠতা তালিকা
(১) কর্তৃপক্ষ একটি খসড়া তালিকা প্রণয়ন করিয়া সকল কর্মচারীর অবগতির জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করিবে।
(২) প্রকাশিত বিজ্ঞপ্তি বিষয়ে কোন আপত্তি, অভিযোগ, পরামর্শ থাকিলে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে পরবর্তী ৩০ (ত্রিশ) কর্ম দিবসের মধ্যে উহা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাইতে হইবে।
(৩) কর্তৃপক্ষ প্রাপ্ত কোন আপত্তি, অভিযোগ, পরামর্শ যথাযথ শুনানী ও নিষ্পত্তি করত: চূড়ান্ত ভাবে জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ করিবে। বিধি-৯
নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা ২০১১




 
							 
							 
							 
							 
							 
							 
							