পূর্বে আপলোডকৃত ফর্মের স্থলে পুনর্বিন্যাসকৃত ফর্মটি ব্যবহারের নিমিত্ত আপলোড করা হলো। যা নতুন এসিআর ফরম ২০২১ পূর্বে এসিআর ফরমের লিংক নিচে দেওয়া হলো উক্ত ফরম ব্যবহার না করে বর্তমানে জারিকৃত ফরম ব্যবহারের নির্দেশনা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
সিআর-৩ শাখা
www.mopa.gov.bd
নম্বর: ০৫.০০.০০০০.১০২.২২.০০১.১৬.৩০; তারিখ: ২০ জুন ২০২১
বিষয়: পুনর্বিন্যাসকৃত গোপনীয় অনুবেদন ফর্ম ব্যবহারের জন্য ওয়েবসাইটে আপলোডকরণ সংক্রান্ত।
সূত্র: অত্র মন্ত্রণালয়ের সিআর-৩ শাখার ০৭ জানুয়ারি ২০২১ তারিখের ০৫.০০.০০০০.১০২.২২.০০১.১৬ (অংশ)-০৬ নং স্মারক।
উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সূত্রোক্ত স্মারকে জারিকৃত এবং ব্যবহারের জন্য ওয়েবসাইটে আপলোডকৃত গোপনীয় অনুবেদন ফর্মটি পুনর্বিন্যাস করা হয়েছে। পূর্বে আপলোডকৃত ফর্মের স্থলে পুনর্বিন্যাসকৃত ফর্মটি ব্যবহারের নিমিত্ত আপলোড করা হলো।
(মো: তোফাজ্জেল হোসেন)
যুগ্নসচিব
ফোন: ৯৫৪৫৯৭১
পুনর্বিন্যাসকৃত গোপনীয় অনুবেদন ফর্ম [উভয় পৃষ্ঠায় A4 সাইজ কাগজ)]: ডাউনলোড
পূর্বের এসিআর ফরম: কর্মকর্তাদের ACR তৈরিতে ওয়েবসাইটের PDF ব্যবহার করা যাবে।
১-২০ গ্রেডের আলাদা আলাদা এসিআর ফরম ডাউনলোড করুন: গুগল ড্রাইভ