মিস মাহিবা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন করদাতা। তিনি প্রথম বারের মতো আয়কর রিটার্ণ দাখিল করবেন। ২০২১-২০২২ কর বছরে তার মোট আয়ের পরিমাণ ৬,০০,০০০ লক্ষ টাকা। বিভিন্ন খাতে তার মোট বিনিয়োগের পরিমাণ নিম্নরূপ:
ক্রম | খাত | পরিমান টাকা |
১ | জীবন বীমার কিস্তি প্রদান | ৬০,০০০ |
২ | ডিপোজিট পেনশন স্কীমে বিনিয়োগ | ৯০,০০০ |
৩ | সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ | ৫০,০০০ |
মোট বিনিয়োগ | ২,০০,০০০ |
মিস মাহিবার কর রেয়াত ও করদায়ের পরিমাণ নিম্নরূপ হবে:
১। কর রেয়াতযোগ্য বিনিয়োগ নির্ধারণ-
ক্রম | খাত | পরিমান টাকা |
১ | জীবন বীমার কিস্তি প্রদান | ৬০,০০০ |
২ | ডিপোজিট পেনশন স্কীমে বিনিয়োগ (২ক ও ২খ এর মধ্যে যেটি কম) ২. ক) প্রকৃত বিনিয়োগ ৯০,০০০ টাকা ২. খ) অনুমোদনযোগ্য সীমা ৬০,০০০ টাকা
| ৬০,০০০ |
৩ | সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ | ৫০,০০০ |
মোট অনুমোদন যোগ্য বিনিয়োগ | ১,৭০,০০০ |
২। রেয়াদ পূর্ববর্তী করদায় নির্ধারণ:
প্রথম, ৩,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর | শুন্য |
পরবর্তী ১,০০,০০০ টাকা আয়ের উপর ৫% হারে | ৫,০০০/- |
পরবর্তী ১,৫০,০০০ টাকা আয়ের উপর ১০% হারে | ১৫,০০০/- |
মোট | ২০,০০০/- |
৩। রেয়াতের জন্য অনুমোদনযোগ্য অংক (eligible Amount) নির্ধারণ:
ক) | মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ | ১,৭০,০০০/- | |
খ) | মোট আয়ের ৬,০০,০০০ টাকার ২৫% | ৫,৩৭,০০০/- | |
গ) | ১,০০,০০,০০০/- (অনুমোদনযোগ্য বিনিযোগের সর্বোচ্চ সীমা) | ||
অনুমোদনযোগ্য অংক (Eligible Amount) [(ক) বা (খ) বা (গ), এই তিনটির মধ্যে যেটি কম] | ১,৫০,০০০/- |
৪। করদাতার কর রেয়াতের পরিমাণ নির্ধারণ:
করদাতার মোট আয় ১৫ লক্ষ টাকার কম হওয়ায় রেয়াতের পরিমাণ হবে অনুমোদনযোগ্য অংক ১,৫০,০০০ টাকার ১৫% অর্থাৎ ২২,৫০০ টাকা।
৫। প্রদেয় কর নির্ধারণ:
করদাতার রেয়াত পূর্ববর্তী করদায় | ২০,০০০ |
প্রাপ্ত কর রেয়াত | ২২,৫০০ |
পার্থক্য | (২,৫০০) |
করদাতা যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা তাই তার প্রদেয় করের পরিমাণ ন্যূনতম ৫,০০০ টাকা হবে।
প্রথম বারের মতো আয়কর রিটার্ণ দাখিলকারী নাগরিকের করদায় নির্ণয়: ডাউনলোড