সরকারি কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রতি বছরের ৩১ শে মার্চের মধ্যে সদর দপ্তরে সংরক্ষণের জন্য প্রেরণ করতে হয়। সেক্ষেত্রে নির্ধারিত বার্ষিক গোপনীয় ফরম পূরণ পূর্বক সদর দপ্তরে প্রেরণ করতে হয়।
কি থাকে ACR ফরম এ?
নাম, পদবী, বেতন স্কেল, জন্মতারিখ, চাকরিতে যোগদানের তারিখ, শিক্ষাগত যোগ্যতা, কোন প্রশিক্ষণ আছে কিনা, কাজের ধরন।
প্রজাতন্ত্রের সকল কমর্মচারীর জন্য বার্ষিক গোপনীয় প্রতিবেদন (ACR) ফরম (নমুনা)
প্রজাতন্ত্রের সকল কমর্মচারীর জন্য বার্ষিক গোপনীয় প্রতিবেদন (ACR) ফরম (নমুনা) PDF Download
কর্মচারী মান দন্ড প্রকাশ করা হয়
বুদ্ধিমত্তা ও মানসিক দক্ষতা কেমন-অতি উত্তম, উত্তম, মধ্যম, ভাল কর্মদক্ষতা-অতি উত্তম, উত্তম, মধ্যম, ভাল ব্যক্ত করার ক্ষমতা-অতি উত্তম, উত্তম, মধ্যম, ভাল উদ্যোগ গ্রহনের ক্ষমতা-অতি উত্তম, উত্তম, মধ্যম, ভাল আরও বিভিন্ন বিষয় উল্লেখ থাকে। তবে চলতি মানের নিম্নে ৪০ ও তদনিম্ন থাকলে পদোন্নতি হওয়ার সম্ভবনা কম থাকে। পদোন্নতির যোগ্যতা ও সাধারণ মন্তব্যের একটি কলাম থাকে যেখানে সে যদি পদোন্নতির যোগ্য না হয় তাবে বিরূপ মন্তব্য দিতে হয়।
কর্মচারীদের জন্য বার্ষিক গোপনীয় ফরম সংগ্রহে রাখতে পারেন: Word Format ডাউনলোড, PDF Format ডাউনলোড
১-২০ গ্রেডের আলাদা আলাদা এসিআর ফরম ডাউনলোড করুন: গুগল ড্রাইভ
প্রশ্নোত্তর:
- প্রশ্ন: বার্ষিক গোপনীয় প্রতিবেদন কি প্রতি বছরই প্রেরণ করতে হয়?
- উত্তর: হ্যাঁ প্রতি বছরই প্রেরণ করতে হয়।
- প্রশ্ন: ACR এ বিরুপ মন্তব্য দিলে কি হয়?
- উত্তর: পদোন্নতি বন্ধ হয়।
- প্রশ্ন: কিভাবে বুঝবো বিরূপ মন্তব্য দেওয়া হয়েছে?
- উত্তর: কোন কর্মচারীর এসিআর এ বিরুপ মন্তব্য দিলে উক্ত কর্মচারীকে অবশ্যই অবহিত করার বিধান রয়েছে
আবারও ২০২০ সালে প্রবর্তিত নতুন এসিআর ফরম। এটি উভয় পৃষ্ঠায় প্রিন্ট করে স্বহস্তে লিখে দাখিল করতে হয়।
New ACR Form । নতুন এসিআর ফরম ২০২৪ । ৩য় শ্রেণীর কর্মচারীদের এসিআর ফরম ডাউনলোড
দেখুন:
- বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা ACR খারাপ বা বিরুপ মন্তব্য দিলে কি হয়।
- কর্মকর্তাদের ACR তৈরিতে ওয়েবসাইটের PDF ব্যবহার করা যাবে।
- এ, সি, আর ফর্ম পূরনের নিয়মাবলী।
- এসিআর লেখার নিয়ম।
- স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ব্যতীত ১ম শ্রেনীর কর্মকর্তার এসিআর গ্রহণযোগ্য নয়।
- যথাসময়ে এসিআর উপস্থাপন প্রসঙ্গে।
- এসিআর বিধিমালা।
- একান্ত সচিব/ব্যক্তিগত সহকারী ACR এ প্রতিস্বাক্ষর লাগিবে না।
- কর্মচারীদের ACR Form ওয়ার্ড ও পিডিএফ ফরমেট।
- বছরের যে সময়ের মধ্যে এসিআর দাখিল করতে হয়।
- কোন দপ্তরে ০৩ মাসের অধিক কাজ করলেই আংশিক এসিআর লাগবে।
- নিয়ন্ত্রণকারী কর্মকর্তা অবসরে গেলেও এসিআর প্রতিস্বাক্ষর করতে পারবেন।