পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

বিদেশে ইকুইটি বিনিয়ােগ বিধিমালা ২০২২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ০৯ জানুয়ারি, ২০২২ তারিখে এস, আর, ও নং ০৮-আইন/২০২২ এর মাধ্যমে মূলধনি হিসাব লেনদেন (বিদেশে ইকুইটি বিনিয়ােগ বিধিমালা, ২০২২” (কপি সংযুক্ত) জারি করা হয়েছে।

 

বৈদেশিক মুদ্রা বিনিয়ােগ বিভাগ

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা।

www.bb.org.bd

এফইআইডি সার্কুলার পত্র নং-০১

তারিখ: –২৬ জানুয়ারী, ২০২২

বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়ােজিত সকল অনুমােদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়/প্রিন্সিপাল অফিস।

প্রিয় মহােদয়গণ,

“মূলধনি হিসাব লেনদেন (বিদেশে ইকুইটি বিনিয়ােগ) বিধিমালা, ২০২২” শীর্ষক প্রজ্ঞাপন প্রসঙ্গে।

Foreign Exchange Regulation Act, 1947 এর Section 27 এ প্রদত্ত ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ০৯ জানুয়ারি, ২০২২ তারিখে এস, আর, ও নং ০৮-আইন/২০২২ এর মাধ্যমে মূলধনি হিসাব লেনদেন (বিদেশে ইকুইটি বিনিয়ােগ বিধিমালা, ২০২২” (কপি সংযুক্ত) জারি করা হয়েছে।

০২। আলােচ্য বিধিমালার আওতায় উপযুক্ত আবেদনকারী কর্তৃক বিদেশে ইকুইটি বিনিয়ােগের প্রস্তাব বিধি ৫ এ উল্লিখিত নির্দেশনার আলােকে প্রয়ােজনীয় কাগজপত্র এবং তথ্যাদিসহ আবেদনপত্র মহাব্যবস্থাপক, বৈদেশিক মুদ্রা বিনিয়ােগ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় বরাবর দাখিল করা যাবে।

সংশ্লিষ্ট সকল পক্ষকে বিষয়টি অবহিত করার জন্য অনুরােধ করা গেলাে।

আপনাদের বিশ্বস্ত,

সংযােজনী: বর্ণনা মােতাবেক।

(আবু ছালেহ মুহম্মদ সাহাব উদ্দীন) 

মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব)

ফোন: ৯৫৩০৪৮৮

 

বিদেশে ইকুইটি বিনিয়ােগ বিধিমালা ২০২২ গেজেট: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *