চিকিৎসা । আর্থিক সহায়তা

বিদেশে চিকিৎসা ছুটি এর আবেদন করবেন যেভাবে (আদি-অন্ত)।

সাধারণত অধিদপ্তর বা বিভাগ প্রধান বরাবর আবেদন করবেন যেভাবে 

 
 
নমুনা:-১ 
 
বরাবর
       মহাপরিচালক
       বাংলাদেশ বেতার
       ১২১, কাজী নজরুল ইসলাম এভিনিউ
       ঢাকা-১০০০।
(যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে)
বিষয়ঃ  ভারতে আজমীর শরীফ জিয়ারত ও অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন ও ভ্রমনের অনুমতিসহ ছুটি মঞ্জুরী প্রসঙ্গে।
মহোদয়,
       সবিনয় নিবেদন এই যে, আমি বাংলাদেশ বেতার, কবিরপুর কেন্দ্রে অফিস সহায়ক পদে কর্মরত আছি। আজমীর শরীফ জিয়ারত ও অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন ও ভ্রমনের জন্য বর্তমানে আমার ভারত যাওয়া প্রয়োজন। প্রেক্ষিতে ০১ (এক) মাস ১৫ (পনের) দিন=(৪৫) দিনের ছুটি ২৪/০৭/২০১৬ইং হতে ০৬/০৯/২০১৬ইং পর্যন্ত (প্রকৃত ছুটি ভোগের দিন হতে) মঞ্জুরের জন্য আবেদন করছি। অর্জিত ছুটির ফরম পূরণপূর্বক এতদসঙ্গে প্রেরণ করা হলো।
       অতএব, হুজুরের নিকট আকুল আবেদন এই যে, আমাকে অনুগ্রহপূর্বক ভারত ভ্রমনের অনুমতিসহ ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
আপনার অনুগত
তারিখঃ
(Your Name)
অফিস সহায়ক
বাংলাদেশ বেতার, কবিরপুর
সাভার, ঢাকা।
 নমুনা:-৪
মন্ত্রণালয় প্রধান/বিভাগীয় প্রধান/ দপ্তর প্রধানের স্বাক্ষর :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ বেতার, কবিরপুর, ঢাকা।
অর্জিত ছুটির দরখাস্ত
১।     দরখাস্তকারীর নাম ও পদবী                      :  নাছিমা, অফিস সহায়ক
     কোন বিধি অনুযায়ী ছুটি চান                    :  ১৯৫৫ইং।
৩।     অফিস/শাখা                             :  বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভা, ঢাকা।
৪।     বর্তমান মূল বেতন                              :  ৯৫৭০/-    
৫।     নিয়োগের তারিখ                                :  ২২/০৮/২০১৩ খ্রিঃ
৬।     ছুটির প্রকার                             :  অর্জিত ছুটি
৭।     কোন তারিখ হইতে কত দিন ছুটি চান            : ২৪/০৭/২০১৬ইং থেকে ০৬/০৯/২০১৬ইং
                                                                          ০১ (এক) মাস ১৫ (পনের) দিন = (৪৫) দিন।
                                                       
     কি কারণে ছুটি চান                             :   ভারত (আজমীর শরীফ জিয়ারত) ও অন্যান্য দর্শনীয়
স্থান পরিদর্শন ও ভ্রমণ।
৯।     কোন তারিখে শেষ ছুটি হইতে আসিয়াছেন :  প্রযোজ্য নয়।
                                                                       
                                                                দরখাস্ত কারীর স্বাক্ষরঃ
১০।    উপরস্থ অফিসারের সুপারিশ                      :
                                তারিখ          :
                                                                স্বাক্ষরঃ  ——————
                                                       
        পদবীঃ  —————————
১১।    অডিট অফিসারের রিপোর্ট                        :      
                                তারিখ          :
                                                                স্বাক্ষরঃ  ———————
                                                       
        পদবীঃ—————————
১২।    পাওনা ছুটির হিসাব : বৎসর গড় – বেতনে ( ২মাস ১৮ দিন
        ( অসুস্থতার জন্য ) আধা – গড় বেতনে ২ মাস ১১ দিন।
১৩।   —————————— তারিখ হইতে ————————— তারিখ পর্যন্ত – দিন
গড়-বেতনে/আধা-গড় বেতনে  —————- মাস ——————– দিন ছুটি পাওনা আছেন।
                                                                স্বাক্ষরঃ  ———————
                                                       
        পদবীঃ  —————————
১৪।    ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের আদেশ :
                                                                স্বাক্ষরঃ  ———————
                                               
       পদবীঃ  —————————
নমুনা:-৫
 
 
 
বরাবর
       অতিরিক্ত প্রধান প্রকৌশলী
       বাংলাদেশ বেতার, কবিরপুর
       সাভার, ঢাকা।
জনাব,
       বিনীত নিবেদন এই যে, আমি ভারতে আজমীর শরীফ জিয়ারত,  অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন ও ভ্রমণের জন্য মহাপরিচালক মহোদয় বরাবর আবেদন করছি।
অতএব, আমার সংযুক্ত আবেদন পত্র ও অন্যান্য কাগজপত্রাদি সদর দপ্তরে প্রেরণের জন্য বিনীত অনুরোধ করছি।
আপনার অনুগত
তারিখঃ
(নাছিমা)
অফিস সহায়ক
বাংলাদেশ বেতার, কবিরপুর
সাভার, ঢাকা।
       
বিদেশে চিকিৎসার জন্য চিকিৎসা / মেডিকেল ছুটি এর 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *