রোগ ব্যাধি । চিকিৎসা। প্রতিকার

ব্যাংক কর্মকর্তাদের জন্য বিশেষ প্রনোদনা বলবৎ থাকছে।

তিনি ১০ (দশ) কার্যদিবসের পরবর্তী কার্যদিবসগুলোর জন্য ব্যাংকের নিজস্ব নীতিমালা/ বিধিমালার আওতায় যাতায়াত ব্যয় (Conveyance) অতিরিক্ত হিসাবে প্রাপ্য হবেন।

ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ

বাংলাদেশ ব্যাংক

প্রধান কার্যালয়

ঢাকা।

বিআরপিডি সার্কুলার লেটার নং -২৪ তারিখ: ৫মে ২০২০

প্রিয় মহোদয়,

করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন ব্যাংক-এ কর্মরত কর্মকর্তা/ কর্মচারীগণকে বিশেষ প্রনোদনা ভাতা প্রদান প্রসঙ্গে।

উপর্যন্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক ১২ মার্চ ২০২০ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার নং ১৭ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

০২। উক্ত সার্কুলার লেটারের ৩(২) অনুচ্ছেদ উল্লেখ রয়েছে যে, সাধারণ ছুটি কালীন কর্মকর্তা-কর্মচারীগণ কমপক্ষে ১০ কার্যদিবস স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে তা পূর্ণ পাস হিসাবে গণ্য করা হবে। তবে ১০ (দশ)কার্যদিবসের কম স্বশরীরে কর্মরত থাকলে সে ক্ষেত্রে আনুপাতিক হারে উক্ত ভাতা প্রাপ্য হবে।

০৩। এক্ষণে, উক্ত সার্কুলারের ৩(২) অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনা স্পষ্টীকরণের লক্ষে্য উল্লেখ করা যাচ্ছে যে, সাধারণ ছুটিকালীন কোন কর্মকর্তা / কর্মচারী ১০ (দশ) কার্যদিবসের অধিক স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলেও তিনি এক মাসের সমপরিমাণ বিশেষ ভাতার অধিক প্রাপ্য হবেন না।

০৪। তবে, নির্ধারিত রোস্টারিং ডিউটি কিংবা ব্যাংকের প্রয়োজনে ১০ (দশ) কার্যদিবসের অধিক স্বশরীরে ব্যাংকের কর্মে নিয়োজিত থাকলে তিনি ১০ (দশ) কার্যদিবসের পরবর্তী কার্যদিবসগুলোর জন্য ব্যাংকের নিজস্ব নীতিমালা/ বিধিমালার আওতায় যাতায়াত ব্যয় (Conveyance) অতিরিক্ত হিসাবে প্রাপ্য হবেন।

০৫। এতদ্ব্যতিত, ১২ মার্চ ২০২০ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার লেটার নং-১৭ এ বর্ণিত অন্যান্য সকল নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

 

আপনাদের বিশ্বস্ত,

(মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী)

উপ- মহাব্যবস্থাপক

 

সাধারণ ছুটিকালে কর্মরত ব্যাংক কর্মকর্তা/ কর্মচারীগণ পাবেন ১ মাসের অতিরিক্ত বেতন এ সংক্রান্ত আদেশ: ডউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *