গণকর্মচারী (আচরণ) বিধিমালা,১৯৭৯ এর বিধি-২৭এ মোতাবেক মহিলা সহকর্মীদের প্রতি আচরণ কেমন আচরণ করা যাবে তা বলা হয়েছে।
বিধিটি নিম্নরূপ
কোন সরকারি কর্মচারী মহিলা সহকর্মীর প্রতি কোন প্রকারে এমন কোন ভাষা ব্যবহার করতে পারবেন না যা অনুচিত এবং অফিসিয়াল শিষ্টাচার ও মহিলা সহকর্মীদের মর্যাদার হানি ঘটায়।
বিধি সূত্র-এআরও নং ৩৬৮-আইন/২০০২/সম(বিধি-৪)/শৃ:আ:-১/২০০২, তারিখ: ডিসেম্বর, ২০০২ দ্বারা বিধিটি সংযোজন করা হয়।)অফিসিয়ালি কোন মহিলা সহকর্মীকে বাজে কথা বা কুপ্রস্তাব দিলে কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে পারবে।
বিধি-৩৪: অন্যান্য আইন, ইত্যাদির প্রয়োগ হ্রাস
এই বিধিমালার কোন কিছুই সরকারি কর্মচারীদের আচরণ সংক্রান্ত বলবৎ কোন আইনের কোন বিধান বা যথাযথ কর্তৃপক্ষের কোন আদেশের প্রয়োগকে হ্রাস করবে না।
সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর পিডিএফ কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড