চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর কার্যারলয়, ঢাকা, চট্টগ্রাম এবং ৬টি বিভাগীয় জেলা শহরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে কর্মরত ডেসপাস রাইডারগণ অধিকাল ভাতা প্রাপ্য হইবেন। ডেসপাস রাইডার বলতে বোঝায় যারা পোস্ট অফিস বা বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে চিঠিপত্র বিলি করে বা কোন সংক্রান্ত বা তথ্য পৌছে দেয়।
- ঘন্টাপ্রতি বেতনের সমান হারে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন সহ মাসিক সর্বোচ্চ ৯০ ঘন্টা হিসাবে অধিকাল ভাতা প্রদান করা যাবে।
- প্রতি ঘন্টা অতিরিক্ত খাটুনি প্রকৃত সময়ের উপর ভিত্তি করে হিসেব করতে হবে।
মাসিক সর্বোচ্চ ৯০ ঘন্টা অধিকাল ভাতা পাবেন ডেসপাস রাইডার : ডাউনলোড
আরও দেখুন:
- অতিরিক্ত দায়িত্বভার ভাতা /চলতি দায়িত্ব পালনের জন্য কার্যভার ভাতা প্রদান।
- অধিকাল ভাতা কি? কোন গ্রেডের কর্মচারীরা পায়।
- Excel শীটে করে ফেলুন আপনার অধিকাল ভাতার হিসাব।
- মাসিক ২৫০ ঘন্টা পর্যন্ত অধিকাল ভাতা প্রাপ্য হবেন একজন ড্রাইভার।
- স্বাভাবিক কর্মঘন্টার অতিরিক্ত কাজের জন্য অধিকাল ভাতা প্রাপ্য হবেন।
- সরকারি কর্মচারীদের সাপ্তাহিক কর্মঘন্টা ৪০ ঘন্টা নির্ধারিত।
- মাসিক সর্বোচ্চ ৯০ ঘন্টা অধিকাল ভাতা পাবেন ডেসপাস রাইডার।
- অফিস সময়ের অতিরিক্ত কাজের জন্য অধিকাল বরাদ্দ না থাকলে টিফিন ভাতা নিতে পারেন।
গাড়িচালক শায়িতবসাশিত প্রতিষ্ঠানের জন্যে কি আলাদা অধিকাল ভাতার আইন রয়েছে?
না। আলাদা কোন আইন নাই।