পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

Family Pension to Married Child 2024 । মৃত কর্মচারীর বিবাহিতা কন্যা/ কন্যাগন কি পারিবারিক পেনশন পাবেন?

মৃত বেসামারিক সরকারি কর্মকর্তা/কর্মচারীর বিবাহিতা কন্যা/ কন্যাগণের পেনশন / আনুতোষিক প্রাপ্যতার আদেশ বিদ্যামান-Family Pension to Married Child 2024

২৫ বছর পার হলেও কি সন্তানরা পাবেন? হ্যাঁ। ২৫ বছর বয়স পর্যন্ত প্রাপ্য হবেন। বিবাহিত হলেও কন্যা পেনশন পাবেন।এক্ষেত্রে স্ত্রী বা ছেলে সন্তান না থাকলে মেয়ে সন্তান পাবেন। এক্ষেত্রে পেনশন সহজীকরণ আইন-২০০৯ প্রযোজ্য হবে। সম্প্রতি ছেলে মেয়ে পেনশন পাবেন না এমন 

মৃত বেসামরিক সরকারি কর্মকর্তা/কর্মচারীর বিবাহিতা কন্যা/কন্যাগণ ছাড়া অপর কোন বৈধ ওয়ারিশ না থাকলে সেক্ষেত্রে তাঁর পেনশন/আনুতোষিকের টাকা বেসামরিক সরকারি চাকুরেদের পেনশন মঞ্জুরী ও পরিশোধ সংক্রান্ত বিধি/পদ্ধতি অধিকতর সহজীকরণ স্মারক নং-অম/অবি/বিধি-১/৩পি- ২৬/৮৬(অংশ-২)/১৩৫ এর ৩.০২ অনুচ্ছেদে উল্লিখিত ২৫ বৎসরের উর্ধ্বে পুত্র সন্তানের প্রাপ্যতার অনুরূপ শর্তে মৃত বেসামরিক সরকারি কর্মকর্তা/কর্মচারীর বিবাহিতা কন্যা/কন্যাগণ প্রচলিত বিধিগত পদ্ধতিতে ও হারে প্রাপ্য হবেন।

১ম স্ত্রী না থাকলে কে পেনশন পাবেন? হ্যাঁ। স্ত্রী নি: সন্তান, ২য় স্ত্রীর ৪ সন্তান, এমতাবস্থায় কে কত শতাংশ পাবে?: মোট পেনশন ১৬আনা। স্ত্রী সন্তান মিলে ৪ জনের অধিক হলেই ২ জন স্ত্রী ৪+৪ আনা পাবে, বাকী ৮ আনা সমান হারে সন্তানদের মাঝে বন্টন হবে। অর্থাৎ ১ম স্ত্রী ৪ আনা আর ২য় স্ত্রী সন্তানদের অংশ সহ (৪+৮)=১২ আনা পেনশন পাবে। সূত্র: ফাইন্যান্স এন্ড রেভিনিউ ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের মেমো নং- ২৫৬৬(৪০)- এফ, তারিখ: ১৬/০৪/১৯৫৯ খ্রিস্টাব্দ

সন্তানদের পেনশন প্রাপ্ততা বিষয়ে নির্দেশনা । স্বামী স্ত্রী দুজনেই মারা গেলে বিবাহিত সন্তান কি পেনশন পায়?

মৃত কর্মচারীর বিবাহিতা কন্যা_ কন্যাগনের পেনশন প্রাপ্যতা

মৃত কর্মচারীর বিবাহিতা কন্যা/ কন্যাগনের পেনশন প্রাপ্যতা বিস্তারিত জানতে আদেশ দেখুন: ডাউনলোড

বিধবা বা তালাক প্রাপ্ত কন্যাগণ পেনশন পাবে কি ?

হ্যাঁ। স্বামী-স্ত্রীর অবর্তমানে সর্বোচ্চ ১৫ বৎসরের অবশিষ্ট সময়টুকুর জন্য পেনশন পাবে। সূত্র: বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের স্মারক নং- সিএজি/পদ্ধতি-২/৪৬১/(খন্ড ৪)/২৮৯/(১), তারিখ: ২০/১০/২০০২ খ্রিস্টাব্দ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/৩ পি-২/২০০৫(অংশ-১)/৫, তারিখ: ২৭/০১/২০০৯ খ্রিস্টাব্দ

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *