আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

মোবাইল ফোন থেকেও আয়কর রিটার্ণ দেওয়া যাবে।

করদাতাদের জন্য অলাইনে নতুন আয়কর রিটার্ণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন ব্যবস্থা উন্মুক্ত করে দেওয়া হবে। করদাতারা এনবিআর এর ওয়েবসাইট কিংবা মোবাইল ফোন সেট ব্যবহার করে অনলাইনে চলতি ২০২০-২০২১ সালের আয়কর রিটার্ণ দাখিল করতে পারবেন।

তথ্য অধিদফতর

তথ্যবিবরণী নম্বর: ৩৪৬১

মোবাইল ফোন থেকেও আয়কর রিটার্ণ দেওয়া যাবে।

ডাকা, ১২ শ্রাবন (২৭ জুলাই, ২০২১)

করদাতাদের জন্য অলাইনে নতুন আয়কর রিটার্ণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন ব্যবস্থা উন্মুক্ত করে দেওয়া হবে। করদাতারা এনবিআর এর ওয়েবসাইট কিংবা মোবাইল ফোন সেট ব্যবহার করে অনলাইনে চলতি ২০২০-২০২১ সালের আয়কর রিটার্ণ দাখিল করতে পারবেন।

ইতোমধ্যে এনবিআরের আয়কর শাখা পরীক্ষামূলকভাবে করদাতাদের গ্রহণযোগ্যতা এবং ইন্টারনেট বিষয়ক একটি পরীক্ষা চালিয়ে এর সফলতা পেয়েছে।

এনবিআর কর্মকর্তারা নতুন এ সিস্টেমটি তৈরি করেছেন, যা অনেকটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলবে।

এনবিআর সূত্রে জানা যায় যে, নতুন সিস্টেমের মাধ্যমে করদাতারা যে কোনও সময় আয়কর সার্টিফিকেট, রিটার্ণ দাখিলের প্রাপ্তি স্বীকার ও টিআইন সার্টিফিকেট সংগ্রহ করত পারবেন। এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নিবন্ধিত তাদের মোবাইল ফোন ব্যবহার করে ওয়েবসাইটে গিয়ে করদাতাদের নিবন্ধিত করতে হবে। অনলাইন সিস্টেমটি বিটিআরসির বায়োমেট্রিক ডাটাবেস ব্যবহার করে করদাতাদের সত্যতা যাচাই করে দেব এবং ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সরবরাহ করবে।

পরীক্ষিং/জসীম/আসমা/২০২১/১২০০ ঘন্টা।

সূত্র: তথ্য অধিদফতর

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “মোবাইল ফোন থেকেও আয়কর রিটার্ণ দেওয়া যাবে।

  • মোবাইল এর মাধ্যমে বাৎসরিক আয়কর দেওয়ার পদ্ধতি চালু করা হলো কিন্তু আমরা দিতে পারছি না আরও সহজ করলে ভালো হয় রেজিষ্ট্রেশন কোড পাশ ওয়ার্ড সকল টিন হোল্ডারকে সয়ংক্রিয় ভাবে প্রদান করুন। জটিলতা কমানো গেলে দেশের প্রায় ৩/৪ কোটি পরিবর আয়কর রিটার্ন দিতে আগ্রহী। এন বি আর কে এগিয়ে আসতে হবে। দুর্নিতি ও হয়রানি কমাতে হবে জনগন আতংকিত জটিলতা ও হয়রানির শিকার হওয়ার কারনে। মাঠে জনগণের সাথে কাজ করতে হবে পেপর লেস দপ্তর করতে হবে সবকিছুই অনলাইন করতে হবে। আমরা অবশ্যই পারব সকল জনগনকে আয়করেরআওতায় আনতে।

  • এই মুহুর্তে কার্যকর নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *