বাংলাদেশের সরকারি দপ্তর গুলোতে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী বর্তমানে ১১-২০ গ্রেডের কর্মচারীদের অধিকাল ভাতা প্রদানের বিধান রয়েছে যদি অধিকাল খাতে বাজেট বরাদ্দ থাকে। অধিকাল খাতে বাজেট বরাদ্দ না থাকলে ২০ টাকা হারে টিফিন ভাতা প্রাপ্য হইবে। অধিকাংশ সরকারি দপ্তরে অধিকাল ভাতা খাতে বরাদ্দ নেই তাই অধিক সময় ডিউটি করে অধিকাল ভাতা পান না।
একই তারিখের একই নম্বরের স্থলাভিষিক্ত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তথ্য মন্ত্রণালয়
সংস্থাপন-৫ শাখা
নং-তম/স ৩/২৬ -৯০/৯০/৫৬৮ তারিখ: ০৫-০৩-১৯৯০ ইং
প্রেরক: আফাযজল হায়দার চৌধুরী
সিনিয়র সহকারী সচিব
প্রাপক: প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (তথ্য)
এজিবি ভবন, ঢাকা।
বিষয়: রেডিও বাংলাদেশের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের অধিকাল ভাতা মঞ্জুরী প্রসংগে।
মহোদয়,
উপরোক্ত বিষয়ে আদিষ্ট হয়ে রেডিও বাংলাদেশের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী দিগকে – তাঁদের অতিরিক্ত কাজের পারিশ্রমিক হিসাব নিম্নে উল্লেখিত শর্তে ও হারে অধিকাল ভাতা প্রদানের সরকারী মজুরী জ্ঞাপন করছি যা অবিলম্বে কার্যকর হবে।
(ক) অফিস ছুটির পর ১ (এক) ঘন্টা বাদ দিয়ে অধিকাল সময় গণনা করা হবে ।
(খ) অ ধিকাল ভাতা মূল বেতনের দ্বিগুণ হবে ।
(গ) অধিকাল ভাতা মাসিক ১৫০ (এক শত পঞ্চাশ) ঘন্টার বেশি হবে না।
২। এই ব্যয় রে ডি ও বাংলাদেশের বাৎসরিক অনুন্নয়ন বাজেটের “১৪৮ -সম্প্রচার, তথ্য ও প্রকাশনা-১/বেতার-গ-ভাতা/অ ধিকাল ভাতা উপ–খাত হতে মিটানো হবে।
৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনএমে এই আদেশ জারী করা হলাে।
আপনার অনুগত,
(আফাযজল হায়দার চৌধুরী )
সিনিয়র সহকারী সচিব
রে ডিও বাংলাদেশের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের অধিকাল ভাতা মঞ্জুরী প্রসংগে: ডাউনলোড
01877666873 নগদ আমি অনেক গরিব আমার কলেজ ফি দিতে হবে এবং একটু কষ্ট করে দেন আমার আবেগ জন এক টু রাখেন????????????????????????
এখানে আবেদন করুন। সরকারি অনুদানের জন্য আবেদন করুন। https://technicalalamin.com/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AF/