সাধারণত বিদেশী সংস্থায় কাজে যোগদানের জন্য লিয়েন ছুটি মঞ্জুর করা হয়। এক্ষেত্রে কিছু বিধি বিধান মেনে নিতে হয়-Govt. Lien with Salary Benefit 2024
পেনশনকাল ঠিক থাকে? সরকারি লিয়েনকালীন সময়ে সাধারণ তহবিল চাঁদা, কল্যাণ তহবিল ইত্যাদি হতে গৃহীত অগ্রিম সরকারি কোষাগারে জমা দিতে হয়। সরকারি চাকুরিতে জেষ্ঠতা, বেতনবৃদ্ধি ও পেনশনকাল ঠিক থাকে। ব্যক্তিগত দেনা পাওনা সরকার দায় থাকবে না।
লিয়েন কতদিন মঞ্জুর করা যায়? শিক্ষা মন্ত্রণালয়ের ০৪/০৯/২০১৬ খ্রি: তারিখের ৩৭.০০.০৭৬.০৭.০০৫.১২(অংশ)-৮১৮ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ৪৬ মাস ১৫ দিনের ভূতাপেক্ষ লিয়েন ছুটি মঞ্জুর করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৮ সেপ্টেম্বর ১৯৯২ তারিখের সম(বৈ:নি:) নিয়োগ নীতি ১/৯২-৫০০ নং স্বারকে জারিকৃত নীতি ও পদ্ধতি (৬) এর (খ) অনুযায়ী ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর (সিভিল) ড. মো: আবুল কাশেম সিদ্দিকীকে Resource Planning & Management Consultants (Pvt.) Ltd. কনসালটিং ফার্মটি ADB অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর City Region Development Project এ Traffic Modeling Specialist পদ হিসেবে যোগদানের নিমিত্তে ইতোপূর্বে ভোগকৃত ৪৬ মাস ১৫ দিনের অতিরিক্ত আরো ০৩(তিন) মাস অর্থাৎ ০১/০৯/২০১৬ থেকে ৩০/১১/২০১৬ তারিখ পর্যন্ত শর্তে লিয়েন মঞ্জুর করা হয়েছে।
লিয়েনের শর্ত কি? লিয়েনকালীন সময়ে সাধারণ ভবিষ্য তহবিল চাঁদা, কল্যাণ তহবিল, যৌথ বীমা, লিভ স্যালারী কন্ট্রিবিউশণ, পেনশন কন্ট্রিবিউশন, গৃহ নির্মাণ/মোটর কার, কম্পিউটার /মোটর সাইকেল ঋণ/অগ্রিম প্রদেয় অর্থ সরকারি খাতে জমা দিতে হবে। লিয়েনকারীন সময়ে শুধু চাকুরির জ্যেষ্ঠতা, বেতন বৃদ্ধি ও অবসর গ্রহণের (পেনশনের) জন্য গণনাযোগ্য হবে। লিয়েন শেষ হওয়ার পর যথাসময়ে তাকেঁ কারিগরী শিক্ষা অধিদপ্তর, ঢাকাতে যোগদান করতে হবে। লিয়েন শেষে তিনি কাজে যোগদান না করলে বিধি মোতাবেক তাঁর বিরূদ্ধে বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হবে। নিয়োগকারী সংস্থার সহিত সংশ্লিষ্ট কর্মকর্তার চাকুরির শর্তের অথবা কোন দেনা পাওনার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোন দায় দায়িত্ব থাকবে না। লিয়েনকালীন সময়ে লিয়েন সংক্রান্ত অন্যান্য প্রচলিত সকল বিধি বিধান তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপ সচিব সুবোধ চন্দ্র ঢালী।
লিয়েন ছুটি মঞ্জুর সংক্রান্ত প্রজ্ঞাপনের JPG কপি পেতে পারেন: ডাউনলোড