সঞ্চয়পত্র ভাঙ্গাতে চাইলে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্রে কিছু তথ্য থাকা আবশ্যক যেমন-সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নম্বর, ইস্যুর তারিখ এবং ব্যাংক হিসাব নম্বর। -মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র সম্পূর্ণ নগদায়ন আবেদনপত্র নমুনা ২০২৪
সোনালী ব্যাংকে সাত লাখ টাকা পারিবারিক সঞ্চয়পত্র করা হয়েছে। এখান থেকে আমি দু’ লাখ টাকা উঠাতে চাই। উঠানো যাবে কি? সঞ্চয় পত্র ভেঙে, আবার ৫ লাখ টাকার সঞ্চয় পত্র এর জন্য কাগজপত্র নতুন করে জমা দিতে হবে। নতুন করে আবার ৫ লাখ টাকার ব্যাংক চেক, টিন সার্টিফিকেট, জমা দিতে হবে অথবা আপনি আংশিক নগদায়ন করতে পারবেন। আবেদনপত্রের নমুনা নিচে দেওয়া হলো।
মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র সম্পূর্ণ/ আংশিক নগদায়ন সংক্রান্ত আবেদনপত্র নমুনা।
সঞ্চয়পত্র নগদায়ন নমুমা ফরম্যাট PDF Download
তারিখ: ………ইং
বরাবর
নির্বাহী পরিচালক
বাংলাদেশ ব্যাংক
মতিঝিল অফিস ঢাকা।
বিষয়: মেয়াদপূর্তির পূর্বে …… সঞ্চয়পত্র সম্পূর্ণ/ আংশিক নগদায়ন প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি বিগত ………. খ্রি. তারিখে (—————) লক্ষ টাকা মূল্যমানের ——————- সঞ্চয়পত্র ক্রয় করি। যার রেজি. নং —————- এখন পারিবারিক প্রয়োজনে উক্ত সঞ্চয়পত্র সম্পূর্ণ/আংশিক (———————-) লক্ষ টাকা নগদায়ন করতে ইচ্ছুক।
অতএব, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
নিবেদক
নাম:
ঠিকানা:
হিসাব নম্বর:
মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র সম্পূর্ণ/ আংশিক নগদায়ন সংক্রান্ত আবেদনপত্র নমুনা: ডাউনলোড
প্রশ্নত্তোর পর্ব-
প্রশ্ন: আবেদনের কত দিন পর টাকা পাওয়া যায়?
উত্তর: সাধারণ ৩ কর্মদিবসের মধ্যেই টাকা একাউন্টে জমা হত কিন্তু বর্তমানে ১৫ দিন পর্যন্ত সময় লেগে যায়।