ই-বুক I এস্টাব্লিশমেন্ট ম্যানুয়েল

চাকরির বিধানাবলী বইটি PDF ডাউনলোড করুন।

সরকারি চাকরিজীবীর জন্য চাকরি বিধি ও ধারা জানার জন্য সরকারি চাকরির বিধানাবলী এর গুরুত্ব অপরিসীম। সবারই বইটি পড়া উচিৎ। সূচীপত্র অনুযায়ী দেখে নিতে পারেন। বিস্তারিত জানতে সুচির শিরোনামে ক্লিক করুন। অথবা সূচীর প্রান্তদেশ থেকে পূর্নাঙ্গ বইটি ডাউনলোড করে নিন।

সূচীপত্র:

  • সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯
  • সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫
  • সরকারী কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ, ১৯৭৯
  • গণ কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ, ১৯৮২
  • গণ কর্মচারী (সাজাপ্রাপ্তিতে বরখাস্ত) অধ্যাদেশ, ১৯৮৫
  • সরকারী গোপন আইন, ১৯২৩
  • সাময়িক বরখাস্ত
  • গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৪
  • গণ কর্মচারী (অবসর) বিধিমালা, ১৯৭৫
  • পেনশন ও আনুতোষিক
  • পেনশন সহজীকরণ নীতিমালা
  • নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯
  • ভ্রমণ ভাতা
  • সিলেকশন গ্রেড সংক্রন্ত বিধান
  • টাইম স্কেল সংক্রান্ত বিধান
  • বাংলাদেশ চাকরি (বিনোদন ভাতা) বিধিমালা, ১৯৭৯
  • প্রেষণ ভাতা
  • উৎসব ভাতা
  • টিফিন ও যাতায়াত ভাতা
  • আপ্যায়ন ভাতা
  • কার্যভার ভাতা (দায়িত্ব ভাতা)
  • চলতি দায়িত্ব/অতিরিক্ত দায়িত্ব প্রদান সংক্রান্ত নিয়মাবলী
  • ফরেন সার্ভিস
  • যোগদানকাল
  • চুক্তিভিত্তিক নিয়োজিতদের বেতন ভাতা ও পেনশন সংক্রান্ত
  • আউট সোর্সিং নীতিমালা
  • বৈদেশিক প্রশিক্ষণ
  • বিদেশ ভ্রমণ
  • লিয়েন
  • ওয়ার্কচার্জড/কন্টিনজেন্ট কর্মচারী নিয়োগ ও নিয়মিতকরণ
  • সরকারী চাকুরীতে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ (বিশেষ বিধান) বিধিমালা, ২০০৩
  • সরাসরি নিয়োগ পদ্ধতি
  • সরাসরি নিয়োগের কোটা পদ্ধতি
  • পদোন্নতি ও নিয়োগ কমিটিসমূহ
  • বিভাগীয় পদোন্নতি/নিয়োগ বোর্ড
  • নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা, ২০১১
  • বাংলাদেশ সিভিল সার্ভিস জ্যেষ্ঠতা বিধিমালা, ১৯৮৩
  • বাংলাদেশ সিভিল সার্ভিস জ্যেষ্ঠতা বিধিমালা, ১৯৮৩
  • অফিস ব্যবস্থাপনা
  • বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১
  • বাংলাদেশ সিভিল সার্ভিস (পদ্দোন্নতির জন্য পরীক্ষা) বিধিমালা, ১৯৮৬
  • এডহকভিত্তিক নিযুক্ত কর্মচারী নিয়মিতকরণ বিধিমালা, ১৯৯৪
  • এডহক চাকুরী গণনা (জ্যেষ্ঠতা নির্ধারণ) বিধিমালা, ১৯৯০
  • আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত সার্কুলার
  • সামপ্ত উন্নয়ন প্রকল্প হইতে রাজস্ব বাজেটের পদে নিয়োগের ক্ষেত্রে বয়স শিথিলকরণ বিধিমালা, ২০০৫
  • উন্নয়ন প্রকল্পের পদ রাজস্ব বাজেটে স্থানান্তর ও জনবল নিয়োগ
  • উন্নয়ন প্রকল্পে জনবল নিয়োগ
  • সাকুল্য বেতন নির্ধারণী ছক
  • সাকুল্য বেতন ও আর্থিক সুবিধা সংক্রান্ত নির্দেশনা
  • উন্নয়ন প্রকল্প হইতে রাজস্ব বাজেটে স্থানান্তরিত পদের পদধারীদের নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা, ২০০৫
  • উন্নয়ন প্রকল্প হইতে রাজস্ব বাজেটে স্থানান্তরিত পদের পদধারীদের নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা, ১৯৯৫
  • ভবিষ্য তহবিল আইন, ১৯২৫
  • সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯
  • প্রদেয় ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯
  • বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪
  • বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (তহবিলসমূহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বিধিমালা, ২০০৬
  • ১৯৭৩ সনের বেতন স্কেল
  • উদ্বৃত্ত গণকর্মচারী আত্মীকরণ অধ্যাদেশ, ১৯৮৫
  • রাষ্ট্রপতির নামে আদেশ এবং অন্যান্য দলিলাদি প্রণয়ন ও কার্যকরকরণের জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের তালিকা
  • বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২
  • বাসা ভাড়া সংক্রান্ত অন্যান্য নির্দেশাবলী
  • সাঁটলিপিকার বা স্টেনোগ্রাফার, সাঁটমুদ্রাক্ষরিক বা স্টেনোটাইপিষ্ট, অফিস সহকারী-কাম -মুদ্রাক্ষরিক, মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী ও মুদ্রাক্ষরিক পদের পদবী পরিবর্তন ও নিয়োগযোগ্যতা নির্ধারণ (বিশেষ বিধান) বিধিমালা, ২০১০
  • চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সাজ-পোষাকের প্রাপ্যতা
  • ডিজিটাল নম্বর প্রদান পদ্ধতি
  • সরকারী অফিসে বাংলা ইউনিকোড ব্যবহার সংক্রান্ত নির্দেশনা
  • সরকারী অফিস আদালতে বাংলা সাধু ভাষা ব্যবহার সংক্রান্ত নির্দেশনা
  • সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন, ২০১৪
  • সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) বিধিমালা, ১৯৮৬
  • সম্বনিত সরকারী টেলিফোন নীতিমালা-২০০৪
  • সরকারী আবাসিক টেলিফোন নীতিমালা, ২০০৪
  • সরকারী ব্যয়ে দাপ্তরিক ইন্টারনেট সংযোগ ও ব্যবহার নীতিমালা, ২০০৪
  • সরকারী মোবাইল/সেলুলার টেলিফোন সংযোগ ও ব্যবহার সংক্রান্ত নীতিমালা, ২০০৪
  • বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম পূরণের অনুশাসন
  • বিভিন্ন প্রকার অগ্রিম
  • মহার্ঘ ভাতা
  • চাকরিরত অবস্থায় মৃত্যু বা স্থায়ীভাবে অক্ষম হওয়ার ক্ষেত্রে আর্থিক অনুদান
  • সরকারী কর্মচারী (চিকিৎসা সুবিধা) বিধিমালা, ১৯৭৪
  • সংবিধানের চাকরি সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিধান

চাকরির বিধানাবলী- সম্পূর্ণ পিডিএফ বই বাংলা ভার্সন: ডাউনলোড

আইন কপিরাইট আইন, ২০০০ অনুসারে বাংলা পূর্ণাঙ্গ হুবহু কপি দেওয়া সম্ভব হলো না। চাকরির বিধানাবলীর লিংকটি মুছে দেওয়া হলো। হুবহু স্ক্যান করে দিতে পারলাম না বলে আন্তরিক ভাবে দু:খিত। বই কিনুন বই পড়ুন লেখক ও সাহিত্যিকদের তাদের প্রাপ্য মূল্য দিয়ে উৎসাহিত করুন ধন্যবাদ। 

https://youtu.be/JqQfJ0SFDHA
চাকরির বিধানাবলী বইটি PDF ডাউনলোড করুন: ভিডিও

 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

125 thoughts on “চাকরির বিধানাবলী বইটি PDF ডাউনলোড করুন।

  • অামার স্ত্রী ‌সিটি করপ‌ো‌রেশনে নির্ধার‌িত বেত‌ন‌ে অস্হায়ী ভিও‌িতে ৬ বছর যাবৎ কর্মরত অাছ‌ে। স‌ে ০১/০৯/২০১৯ তার‌‌িখ থ‌েকে ২৯/০২/২০২০তারিখ পর্যন্ত বেতনসহ প্রসূ‌তিকালিন ছুটির অাবেদন করলে‌ তাক‌ে বিনাব‌েতন‌ে ছুট‌ি প্রদান কর‌ে। এই ব‌িষয়ট‌ি কি সঠ‌িক অাছ‌ে ? যদ‌ি সঠিক না হয় তাহল‌ে ক‌িভাবে ও ব‌েতন ‌প‌েতে পার‌ে একটু ব‌িস্তার‌িত জানালে উপকৃত হব ।

  • এটি আপনার স্ত্রীর কত কত বাচ্চা? সর্বোচ্চ ২টি বাচ্চা পর্যন্ত প্রসূতিকালীন বেতনসহ ছুটি মঞ্জুর করা হয়। যদি আপনার ১ম বা ২য় বাচ্চা হয়ে থাকে এবং আপনার স্ত্রী পূর্ণ বেতন সহ মাতৃত্বকালিন ছুটি প্রাপ্য। এটি তার অধিকার। বিনা বেতনে নয় এ ছুটি কোন ছুটি হতেই বিয়োগ হবে না। প্রয়োজনে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করুন প্রমানপত্র সহ। কর্মকাল হিসাবে গণ্য হবে। আরও জানতে মেইল করুন: alaminmia.tangail@gmail.com

  • অামাদের ১ম বাচ্চা। করপ‌োরেশন‌ের জন্য বাংলাদ‌েশ গ‌েজেট,অত‌িরিক্ত, জুলাই ১১, ২০১৯ ইং এ প্রকাশ‌িত ,১৯৭৪৬ এর ২২(১) নং অনুচ্ছ‌েদ এ উহা তাহার পাওনা ছুট‌ির হ‌িসাব থেক‌ে বাদ যাব‌ে না ল‌িখা অাছ‌ে। করপ‌োরেশন‌ের অস্থায়ী কর্মচার‌িদের ন‌ৈমত্তিক ছুট‌ি ব্যতিত অন্য ক‌োন ছুট‌ি পাওনা নাই, স‌েই যুক্ত‌িতে উর্ধ্বতন কর্তৃপক্ষ ব‌‌িনব‌েতন‌ে ছুট‌ি প্রদান কর‌ে। ফ‌ির‌োজ মিয়া স্যার‌ের চাকর‌ির ব‌িধানাবলী বইট‌ি অনুসরণ কর‌ে। এখন অামাদের করণীয় ক‌‌ি ?

  • বাংলাদ‌েশ গ‌েজেট,অত‌িরিক্ত, জুলাই ১১, ২০১৯ ইং এ প্রকাশ‌িত ,১৯৭৪৬ এর ২২(১) নং অনুচ্ছ‌েদ এর গেজেট টি সংগ্রহে থাকলে দয়া করে পাঠান পরবর্তী ব্যবস্থা দেখে জানাবো।

  • অামার কাছ‌ে ঐ গ‌েজেট‌‌ের শুধু এই পাতাট‌ি অাছ‌ে । সর্ম্পূন গ‌েজ‌েটি ন‌েই‌ ।

  • পাতাটিই দিন।

  • যে অংশ আছে ঐটুকুই দিন। আমি বাকীটা সংগ্রহ করব।

  • কিভাব‌ে দ‌িব ?

  • মেইলটা দ‌েখে‌ জানাব‌েন প্লিজ । চাকর‌ির ব‌িধানাবলী বইট‌ির সর্বশ‌েষ সংস্করণ ক‌বে হয়‌‌েছে ,যদ‌ি অাপনার জানা থাকে‌ একটু বলব‌েন।

  • উন্নয়ন প্রকল্পের শেষে কর্মকর্তা ও কর্মচারীদের অতিরিক্ত টাকা দেওয়া হয়। এ সম্পর্কিত বিধিমালা যদি বলতেন।

  • Deputation journey leave how day

  • একাধারে ৫ বছরের বেশি নয়।

  • আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। আমাদের ডিপিএড প্রশিক্ষণে প্রাপ্ত উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণের ফলে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হই। তাই আমি আমার প্রশিক্ষণের ফলে প্রাপ্ত উচ্চতর গ্রেড নিতে অনিচ্ছুক। এক্ষেত্রে আমার প্রশ্ন এই যে, প্রশিক্ষণ গ্রেড ব্যতিরেকে ডিপিএড প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে মর্মে আমার সার্ভিস বহিতে লিপিবদ্ধের আবেদন করতে পারব কি না? এবং এই উচ্চতর গ্রেড বর্জনের অধিকার আমার আছে কী না?

  • আপনি চাইলে উচ্চতর গ্রেড নাও নিতে পারেন। আমার মতে নিয়ে রাখুন উচ্চতর গ্রেডে উচ্চধাপে ফিক্সেশনের বিধান আসলে উপকৃত হবেন।

  • সাময়িক বরখাস্ত হবার পর ১৬ মাস অফিস করিনি। ১৬ মাসের খোরাকি ভাতার বকেয়াটা পাব কি?

  • কর্তৃপক্ষ চাইলে না বর্তমানে নাও দিতে পারেন। তবে মামলা নিষ্পত্তি হওয়ার পর অবশ্যই পাবেন।

  • আমি সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছি।কিন্তু কোন আপিল করি নাই।আপিলের সময় সীমা পার হয়ে গেছে।আমি কি এখন প্রশাসনিক ট্রাইবুনালে মামলা করতে পারবো।পরামর্শ পেলে উপকৃত হব।

  • কত দিন আগে সাময়িক বরখাস্ত হয়েছেন?

  • আমি ১২/০৫/২০২১ তারিখে বরখাস্ত হয়েছি

  • আমাকে ১২/০৫/২০২১ তারিখে বরখাস্ত করা হয়েছে

  • প্রথমে নিয়োগকারী কর্তৃপক্ষের বরাবর আপীল করুন। তারপর পরবর্তী ব্যবস্থা নিন।

  • আমি 66 দিন কর্মস্তলে অনুপস্থিত ছিলাম,আমার স্থ্রি অসুস্থথাকার কারনে। এর মাঝে যোগাযোগ করিনি, কর্তৃপক্ষ আমাকে কারন দর্শানো নোটিশ পাঠিয়েছিল কিন্তু সে চিঠি আমি পাইনি। এখন ডাইরেক্টর এডমিন পুনরায় কারন দর্শানো নোটিশ দিলে তার জবাব আমি দিয়েছি। যা সত্যি তাই লিখে সং্যযুক্তি হিসাবে আমার স্থ্রির চিকিৎসার যাবতীয় নথিপত্র দিয়েছি। এখন ওই দুমাস কি সাধারণ ছুটির আওতায় আসবে না আসলে উপায় কি। বর্তমানে কর্তৃপক্ষ আমার ফেবারেই আছে,গত চার মাস ধরে আমি বেতনও পাচ্ছি না। আমার আয়ন ব্যয়ন কর্মকর্তা আমাকে বললো আগে ওই দুমাসের সুরাহা করে একসংগে বেতন নিতে,স্কিপ করে বেতন নিলে ঝামেলা হতে পারে। মোট কথা ওই দুমাস ছুটি কিভাবে মঞ্জুর করা যাবে? আইন কি বলে জানাবেন প্লিজ

  • অর্জিত ছুটি হিসাবে মঞ্জুর করবে। যদি কোন ছুটিই পাওয়া না থাকে। তবে অসাধারণ ছুটি বা বিনা বেতনে ছুটি মঞ্জুর করবে। ব্যাস তারপর নিয়মিত বেতন। যদি অর্জিত ছুটি গড় বেতনে মঞ্জুর করে তবে আপনি পূর্ণ বেতন পাইবেন

  • অর্জিত ছুটি হিসাবে মঞ্জুর করবে। যদি কোন ছুটিই পাওয়া না থাকে। তবে অসাধারণ ছুটি বা বিনা বেতনে ছুটি মঞ্জুর করবে। ব্যাস তারপর নিয়মিত বেতন। যদি অর্জিত ছুটি গড় বেতনে মঞ্জুর করে তবে আপনি পূর্ণ বেতন পাইবেন।

  • কলেজের প্রতিষ্ঠান প্রধানকে মামলার কারনে বরখাস্ত করা হয় কিন্তু যে মামলার কারনে বরখাস্ত হয়েছিলেন সেই মামলা আপোষ হয়ে যায়। এখন স্বপদে ফিরে আসতে উনার কি করতে হবে। অগ্রিম ধন্যবাদ।

  • নিয়োগকারী কর্তৃপক্ষ বা সাময়িক বরাখাস্তে স্বাক্ষরকারী বরাবর বিষয়টি প্রমনক সহ জানাতে হবে। বিষয়টি বিবেচনা ও তদন্ত করত: চাকুরী বহাল হবে। সমস্ত সুবিধাদি বকেয়া পাবে যদি আদেশ সুবিধাদির কথা উল্লেখ তাকে।

  • আমি সিটি করপোরেশন এ আজ ১০ বছর ধ্রে চাকুরী করছি মাস্টাররুলে।আমার সিটিতে সার্কুলার দিয়েছে।আমকে কি কোন ভাবে স্থায়ি করবে।আমাদের মধ্যে অনেকের বয়স ৩০+ হয়েছে।আমার মাত্র ৬মাস বয়স আছে।এওমতাবস্তায় আমি কি আশা করতে পারি?

  • আসসালামু আলাইকুম স্যার অনুগ্রহ করে আপনার নম্বরটা কি পাওয়া যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *