সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়সমূহ প্রকাশ করা যাবে না।

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ এর অনুচ্ছেদ ১০ অনুসারে সরকারি প্রতিষ্ঠানের কোন ফেসবুক পেইজ বা স্যোসাল মিডিয়ায় কি পোস্ট করা যাবে বা যাবে না এ বিষয়ে বিষদ নির্দেশনা দেওয়া রয়েছে। নিচে অনুচ্ছেদ ১০ তুলে ধরা হলো।

পরিহারযোগ্য বিষয়াদি

ক. জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য -উপাত্ত;

খ. কোন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্ম নিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনো তথ্য-উপাত্ত;

গ. রাজনৈতিক মতাদর্শ বা আলোচনা সংশ্লিষ্ট কোনো তথ্য-উপাত্ত;

ঘ. বাংলাদেশে বসবাসকারী কোনো ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, বা সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক বা হেয় প্রতিপন্নমূল তথ্য-উপাত্ত;

ঙ. কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করে এমন তথ্য উপাত্ত;

চ. লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য-উপাত্ত;

ছ. জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয়, লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি;

জ. আত্ম-প্রচারণামূলক কোনো পোস্ট, এবং

ঝ. ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার;

সোস্যাল মিডিয়া ব্যবহারে সরকারের কঠোর ৮টি নির্দেশনা

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *