সাময়িকভাবে বরখাস্ত এবং অবসর উত্তর-ছুটি ভোগরত সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের কে শিক্ষা সহায়ক ভাতা প্রদানে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হ’ল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি অধিশাখা-৩
নং-০৭.১৭৩.০২২.১৪০০০.০০৯.২০১১.২৭; তারিখ: ২৭ জানুয়ারি, ২০১১
বিষয়: বাংলাদেশ রাইফেলস এর সাময়িক ভাবে বরখাস্ত এবং অবসর ছুটি ভোগরত বিভাগীয় কর্মকর্তা/ সৈনিক/ অসামরিক কর্মচারীদেরকে শিক্ষা সহায়ক ভাতা প্রদান সংক্রান্ত।
সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নং-স্ব:ম: (প্রশা-১)-বিবিধ-৯/২০০০(অংশ)-১১৮৩, তারিখ: ২৯/০৯/২০১০
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে বরখাস্ত এবং অবসর উত্তর-ছুটি ভোগরত সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের কে শিক্ষা সহায়ক ভাতা প্রদানে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হ’ল।
(খলিল আহমদ)
উপ-সচিব
ফোন: ৭১৭০১৭৪
akhalil.finance.gov.bd
প্রতি, সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
সাময়িক বরখাস্ত ও পিআরএ কর্মচারীর শিক্ষা সহায়ক ভাতা প্রদানে অর্থ বিভাগের সম্মতি: ডাউনলোড