সার্কিট হাউজের কক্ষের ভাড়া পুনঃনির্ধারণ ২০১২

সরকারি কর্মকর্তা/ অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা ১-৩ দিন অবস্থানের জন্য ২ শয্যা বিশিষ্ট কক্ষ ১৩০ টাকা। সংবিধিবদ্ধ সংস্থা/ সেক্টর কর্পোরেশন/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ১-৩ দিন অবস্থানের জন্য ২ শয্যা বিশিষ্ট কক্ষ ১৬০ টাকা। বেসরকারি ব্যক্তিবর্গ/কর্মকর্তা ১-৩ দিন অবস্থানের জন্য ২ শয্যা বিশিষ্ট কক্ষ ১৪০০ টাকা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

পত্র নং-০৫.০০.০০০০.১১৫.১৬.০১০.১২.২৯১(৬৪) তারিখ: ১৭ এপ্রিল, ২০১২ খ্রি:

অফিস আদেশ

সরকার এ মন্ত্রণালয়ের ২৭-০৭-০৩ খ্রি: তারিখের নং-সম/(প্র-৪)-সা: হা: ০৬/২০০৩-৭৮২(৭০) সংখ্যক স্মারক সংশোধন করে জেলা পর্যায়ে অবস্থিত সার্কিট হাউজের কক্ষের ভাড়া নিম্নরূপভাবে পুন:নির্ধারণ করলেন:

১। সরকারি কর্মকর্তা/ অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা ১-৩ দিন অবস্থানের জন্য ২ শয্যা বিশিষ্ট কক্ষ ১৩০ টাকা।

২। সংবিধিবদ্ধ সংস্থা/ সেক্টর কর্পোরেশন/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ১-৩ দিন অবস্থানের জন্য ২ শয্যা বিশিষ্ট কক্ষ ১৬০ টাকা।

৩। বেসরকারি ব্যক্তিবর্গ/কর্মকর্তা ১-৩ দিন অবস্থানের জন্য ২ শয্যা বিশিষ্ট কক্ষ ১৪০০ টাকা।

২. অর্থ বিভাগের ০২.১.১১ খ্রি: তারিখের প্রজ্ঞাপন নং ০৭.০০.০০০০.১৭৩.৩৪.০১১-২০০ অনুযায়ী ব্যয়বহুল শহর হিসাবে ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, গাজীপুর ও সিলেট গন্য হবে।

৩. পুন: নির্ধারিত এ ভাড়ার হার অবিলম্বে কার্যকর হবে।

(মো: ওয়াহিদুজ্জামান)

সিনিয়র সহকারী সচিব

ফোন: ৯৫১৪৪৮৯

সার্কিট হাউজের কক্ষের ভাড়া পুনঃনির্ধারণ ২০১২: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *