একজন সরকারি কর্মচারী তাহার বয়স ৫৯ (ঊনষাট) বৎসর পূর্তিতে, এবং একজন মুক্তিযোদ্ধা সরকারি কর্মচারী তাহার বয়স ৬০ (ষাট) বৎসর পূর্তিতে, অবসর গ্রহণ করিবেন” -মর্মে বিধান করায় অর্থ বিভাগের ০৬-০৪-২০১০ খ্রি: তারিখের অম/অবি/প্রবি-১/চা:বি:-৩/২০১০ (অংশ-৩)/৬২ নং প্রজ্ঞাপন অকর্ম দিবসের (নন-ওয়ার্কিং ডে) যে ব্যাখা দেয়া হয়েছে তা এতদ্বারা প্রত্যাহার করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-১ শাখা
www.mof.gov.bd
নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৩.১০৫; তারিখ: ২৮ অক্টোবর ২০২০
প্রজ্ঞাপন
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৩ ধারার উপ-ধারার উপ-ধারা -১ এর দফা (ক) ও (খ) এ যথাক্রমে “একজন সরকারি কর্মচারী তাহার বয়স ৫৯ (ঊনষাট) বৎসর পূর্তিতে, এবং একজন মুক্তিযোদ্ধা সরকারি কর্মচারী তাহার বয়স ৬০ (ষাট) বৎসর পূর্তিতে, অবসর গ্রহণ করিবেন” -মর্মে বিধান করায় অর্থ বিভাগের ০৬-০৪-২০১০ খ্রি: তারিখের অম/অবি/প্রবি-১/চা:বি:-৩/২০১০ (অংশ-৩)/৬২ নং প্রজ্ঞাপন অকর্ম দিবসের (নন-ওয়ার্কিং ডে) যে ব্যাখা দেয়া হয়েছে তা এতদ্বারা প্রত্যাহার করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে
স্বাক্ষরিত/
(খালেদা নাছরিন)
সিনিয়র সহকারী সচিব)
ফোন: ৯৫৪০১৮১
অকর্ম দিবস নন-ওয়ার্কিং ডে’র ব্যাখ্যা প্রত্যাহার: ডাউনলোড