বাসা বরাদ্দ এখন অনলাইন ভিত্তিক করা হয়েছে। সরকারি বাসা বরাদ্দে দুর্নীতি এড়াতে অনলাইন ছাড়া কোন ভাবে আবেদন গ্রহণ করা হচ্ছে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে, www.bashaonline.com ওয়েবসাইটে গিয়ে কাঙ্ক্ষিত শ্রেণির বাসার পাশে বিদ্যমান “বর্তমান নোটিশ”- এ ক্লিক করুন। নতুন আবেদনকারীগণ যথারীতি ফরম পূরণ করে আবেদন করবেন এবং আবেদনে সতর্কতার সাথে সঠিক ইমেইল প্রদান করবেন।
আর যারা ইতিপূর্বে আবেদন করেছেন, তারা প্রোফাইলে লগ ইন করে আবেদন করবেন। আপনাদের মধ্যে যারা www.bashaonline.com এর মাধ্যমে আবেদন করেছেন তাদের অনেকেই আবেদন সবমিশনের পর এন আই ডি পূর্বে ব্যবহৃত হয়েছে মর্মে মেসেজ পাচ্ছেন কিংবা আবেদন সাবমিশনের পর নিশ্চিতকরণ ইমেইল পাননি মর্মে জানিয়েছেন।
উপর্যুক্ত ক্ষেত্রে নিম্ন বর্ণিত পদ্ধতি অনুসরণের অনুরোধ করা হলো:
১। www.bashaonline.com ওয়েবসাইটে গিয়ে Log In অংশে ক্লিক করুন।
২। Forgot Password এ ক্লিক করে আবেদনে ব্যবহৃত ইমেইল এড্রেস লিখুন।
৩। ক্যাপচাতে ক্লিক করে টিক চিহ্ন দিন।
৪। Submit বাটনে ক্লিক করুন।
৫। এবার আপনার ইমেইল চেক করে প্রাপ্ত লিংকে ক্লিক করে Password সেট করুন।
৬।www.bashaonline.com এ Log In করে প্রোফাইল এবং আবেদনের ইতিবৃত্ত দেখুন।
প্রোফাইলে প্রদত্ত তথ্যাদি ভুল হলে :
১। www.bashaonline.com এ Log In করুন।
২। Profile অংশে গিয়ে আবেদন বাতিল করুন।
২। তথ্যাদি সংশোধন করুন।
৩। নির্ধারিত তারিখের পূর্বে পুনরায় আবেদন করুন।
ফল দেখার জন্য :
১। www.bashaonline.com এ Log In করুন।
২। Home এ ক্লিক করুন
৩। কাঙ্ক্ষিত শ্রেণির বাসার ক্যাটাগরির ডান পাশে সাম্প্রতিক ফলাফল অংশে ক্লিক করুন।
** অনেকে আবেদনে ভুল তথ্য দিয়ে সাবমিট করেন। কোনপ্রকার ভুল, ভুয়া/মিথ্যা তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল করা হবে এবং পরবর্তীতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আবেদনের ক্ষেত্রে ব্যান করা হতে পারে। আপনারা দয়া করে নিজ প্রোফাইলে সকল তথ্যাদি ভালোভাবে চেক করে দেখবেন। কোনো ভুল পরিলক্ষিত হলে প্রোফাইল থেকে আবেদন বাতিল করে তথ্যাদি সংশোধন করে নির্ধারিত তারিখের মধ্যে পুনরায় আবেদন সাবমিট করবেন।