প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা অবসরে গমন করার এবং কোন কোন ক্ষেত্রে চুক্তি ভিত্তিক কর্মকর্তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাদেঁর নিকট থেকে এসিআর-এ অনুস্বাক্ষর/প্রতিস্বাক্ষর নেয়া সম্ভব হয় না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্থাপন মন্ত্রণালয়
সিআর-৩ শাখা
নং সম(সিআর-৩)-২০/২০০১(অংশ)-৪০, তারিখ: ১৯ ভাদ্র, ১৪১২/০৩ সেপ্টেম্বর, ২০০৫
প্রজ্ঞাপন
বিষয়: অবসর গ্রহণ/চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কর্মকর্তা কর্তৃক এসিআর লিখন এবং প্রতিস্বাক্ষরকরণ সংক্রান্ত।
লক্ষ্য করা যাচ্ছে যে, প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা অবসরে গমন করার এবং কোন কোন ক্ষেত্রে চুক্তি ভিত্তিক কর্মকর্তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাদেঁর নিকট থেকে এসিআর-এ অনুস্বাক্ষর/প্রতিস্বাক্ষর নেয়া সম্ভব হয় না। বিষয়টি পর্যালোচনা করে সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, অনুবেদনকারী/প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার অবসর গ্রহণ অথবা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ০১ (এক) বছর কাল পর্যন্ত তিনি বার্ষিক গোপনীয় অনুবেদন লিখতে বা প্রতিস্বাক্ষর করতে পারবেন।
(এ এস এম আবদুল হালিম)
সচিব
সংস্থাপন মন্ত্রণালয়
অবসর গ্রহণ/চুক্তিভিত্তিক মেয়াদের পরও এসিআর লিখন এবং প্রতিস্বাক্ষরকরণ সংক্রান্ত: ডাউনলোড