জুন মাসের বেতন বিলে জিপিএফ জুলাই মাসের বেসিকের ২৫% কর্তণ করতে পারবেন না। আইবাস++ সিস্টেম এ্যালাউ করবে না। তবে যারা আগের সীমার মধ্যে কমাতে/বাড়াতে চান তারা পারবেন। আগস্ট মাসে আহরিতব্য জুলাই মাসের বেতন বিলে জিপিএফ হ্রাস বৃদ্ধি করা যাবে।
জিপিএফ বিধিমালা ১৯৭৯ মোতাবেক জুন মাসের বেতন বিল হতে জিপিএফ হ্রাস বৃদ্ধি করে থাকেন সরকারি চাকরিজীবীগণ। তবে অতীতে বেতন বৃদ্ধি হত নিজ নিজ কর্মচারীদের যোগদানের তারিখ মোতাবেক। তবে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রতি বছর ১লা জুলাই সকল সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়ে থাকে। তবে শাস্তিপ্রাপ্ত বা সাময়িক বরখাস্ত বা বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীদের নির্ধারিত সময় ১লা জুলাইয়ে বেতন বৃদ্ধি হয় না।
প্রশ্ন: জুলাই মাসের বেতন বিলে কি জিপিএফ কর্তন হ্রাস বৃদ্ধি করতে পারবো?
উত্তর: জি পারবেন। বর্তমানে সফটওয়ারে হিসাব হয় বিধায় আপনি আইবাসে জিপিএফ হ্রাস বৃদ্ধি করতে পারবেন।
প্রশ্ন: জুলাই মাসের ইনক্রিমেন্ট হওয়ার পর আমি জিপিএফ কর্তন বাড়াতে চাই, পারবো??
উত্তর: আইবাস++ মোতাবেক আপনি জুলাই মাসের বেতন বিল অর্থাৎ আপনি আগস্ট মাসে ক্যাশ হবে ঐ বিলে ২৫% জিপিএফ কর্তন দেখাতে পারবেন।
আইন এখানে সাংঘর্ষিক। ভঃতঃআঃ, ৭৯ এর ধারা ৯(২), ৯(৩) মোতাবেক কর্তন শুরু, বাড়ানো/ কমানো জুন মাসের বেতন থেকে। তখন বেসিকের সর্বচ্চ সীমা (%) নির্ধারিত ছিল না। পরবর্তীতে (০১/১১/২০১৫ ইং) ধারা ৯(১) সংশোধন করে কর্তনের হার বেসিকের ৫%- ২৫% করা হয়। আবার এনপিএস/১৫ মোতাবেক ইনিক্রিমেন্টের তারিখ ১ জুলাই নির্ধারিত হয়। ফলে বর্ধিত বেসিকের ২৫% জুনে কর্তন সম্ভব না। আর তাছাড়া আইবাসও তা গ্রহন করে না। তবে জুলাইতে জিপি কর্তন বাড়ালে আইবাস বাঁধা দেয়না, অর্থাৎ গ্রহন করে। সুতরাং জুনে চাঁদার হার বাড়ানোর আইন থাকলেও আইবাস যেহেতু গ্রহন করে তাই জুলাইয়ের বেসিক থেকে জিপিএফ কর্তন বাড়ানো যাবে।
হিসাবের সুবিধার কথা বলেন অনেকেই। সেখানেও তেমন কোন সমস্যা নেই। সফট ওয়ারই সুদের পরিমান হিসাব করে দেয় এক নিমিষেই।
আপনিও সহজে তা করতে পারেন এই সূত্রেঃ {জের + জুন কর্তন (জুলাই পেইড) + ৫.৫× বাকী ১১ মাসের মাসিক কর্তন (আগস্ট টু জুন পেইড, সমান)} × সুদের হার (%)।