জমি সহ বাড়ী নির্মান ঋণের নিমিত্তে বেতন-ভাতাদি EFT করন সংক্রান্ত।

সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, যে সকল কর্মকর্তা/ কর্মচারী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে জমিসহ বাড়ী নির্মাণ/ফ্ল্যাট ক্রয়ের ঋণের সুবিধা গ্রহণ করেছেন অথবা ভবিষ্যতে এ সুবিধা গ্রহণ করে মিশনে বদলি হবেন

অথবা মিশনে থাকা অবস্থায় ঋণ গ্রহণ করবেন তাঁদেরকে নিম্নরূপ ব্যবস্থা গ্রহন সাপেক্ষে তাঁদের বেতনের প্রাপ্যতা অনুযায়ী মূল বেতন চিফ একাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসার (সিএএফও), পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে EFT পদ্ধতে বাংলাদেশের স্থানীয় কোন তফসিলি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে এবং ঋণ গ্রহীতাকে সংশ্লিষ্ট মিশনে সিএএফও, পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অন্যান্য বৈদেশিক ভাতাদি প্রাপ্যতার Pay Slip ইস্যু করতে হবে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাজেট অনুবিভাগ-১, বাজেট অধিশাখা-৩

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০.১০৩.১৮.০০৩.১৮.৮৩; তারিখ: ১৭/০২/২০২১

পরিপত্র

বিষয়: ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে জমি সহ বাড়ী নির্মানের নিমিত্ত ঋণ গ্রহণের লক্ষ্যে বিভিন্ন মিশনে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীদের বেতন-ভাতাদি Electronic Fund Transfer (EFT) -এর মাধ্যমে বাংলাদেশ থেকে উত্তোলন।

সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, যে সকল কর্মকর্তা/ কর্মচারী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে জমিসহ বাড়ী নির্মাণ/ফ্ল্যাট ক্রয়ের ঋণের সুবিধা গ্রহণ করেছেন অথবা ভবিষ্যতে এ সুবিধা গ্রহণ করে মিশনে বদলি হবেন অথবা মিশনে থাকা অবস্থায় ঋণ গ্রহণ করবেন তাঁদেরকে নিম্নরূপ ব্যবস্থা গ্রহন সাপেক্ষে তাঁদের বেতনের প্রাপ্যতা অনুযায়ী মূল বেতন চিফ একাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসার (সিএএফও), পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে EFT পদ্ধতে বাংলাদেশের স্থানীয় কোন তফসিলি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে এবং ঋণ গ্রহীতাকে সংশ্লিষ্ট মিশনে সিএএফও, পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অন্যান্য বৈদেশিক ভাতাদি প্রাপ্যতার Pay Slip ইস্যু করতে হবে:

ক) যে সকল কর্মকর্তা/কর্মচারী মিশনে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশে অবস্থিত নির্ধারিত তফসিলি ব্যাংকের সরকারি গৃহ নির্মাণ ঋণের আবেদন করবেন, ঋণ মঞ্জুর হলে তাঁদের স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট সিএএফও হতে সরাসরি বেতন গ্রহণের আবেদন করতে হবে;

খ) ঋণগ্রহীতাকে যে ব্যাংকের আওতায় গৃহ নির্মাণ ঋণ মঞ্জুরী প্রদান করা হবে, সে ব্যাংকে EFT-এর মাধ্যমে বেতনের অর্থ প্রেরণের জন্য ব্যাংক হিসাব খুলতে হবে এবং অর্থ বিভাগের গৃহ নির্মাণ ঋণ কোষ হতে ভর্তুকী প্রেরণের অনুমোদন গ্রহণ করতে হবে।

গ) যে সকল কর্মকর্তা/ কর্মচারী ইতোমধ্যে গৃহ নির্মাণ ঋণ গ্রহণ করেছেন এবং বিদেশে বদলি হয়েছেন তাঁদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিএএফও অফিস বেতন ব্যতীত অন্যান্য প্রাপ্তির Pay Slip ইস্যু করবে; তবে সেক্ষেত্রে তাঁরা মিশন থেকে মুল বেতন গ্রহণ করতে পারবেন না;

ঘ) মিশনে কর্মরত যে সকল কর্মকর্তা/কর্মচারী ঋণ গ্রহণ করেছেন তাদের বেতন অনলাইনে Integrated Budget and Accounting System (iBAS++) এর মাধ্যমে সংশ্লিষ্ট মিশনে Submit করার পর উক্ত মিশনের আয়ন-ব্যয়ন কর্মকর্তা (DDO) সেটি সংশ্লিষ্ট সিএএফও অফিস Forward করবেন; এবং

ঙ) সিএএফও অফিস সংশ্লিষ্ট মিশনের বাজেটের বিপরীতে প্রাপ্ত বিল পাশ করার পর বাংলাদেশের স্থানীয় তফসিলি ব্যাংকে EFT প্রদান করবে এবং EFT এর তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তা তার e-mail এ প্রাপ্ত হবেন। এইভাবে তার বেতন নির্ধারিত ব্যাংকে জমা হলে ব্যাংক কর্তৃপক্ষ ডেবিট /ক্রেডিট সংক্রান্ত তথ্য ই-মেইলে তাঁদেরকে অবহিত করবেন।

২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

(মো: তৌহিদুল ইসলাম)

উপসচিব

৯৫৬৩১৮৬

জমি সহ বাড়ী নির্মানের নিমিত্ত ঋণ গ্রহণের লক্ষ্যে বিভিন্ন মিশনে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীদের বেতন-ভাতাদি Electronic Fund Transfer (EFT) -এর মাধ্যমে বাংলাদেশ থেকে উত্তোলন: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *