বাড়ছে না সাধারণ ছুটি!
দেশব্যাপী করোনা ভাইরাস রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩০ মে ২০২০ পর্যন্ত সাধারণ ছু্টি বর্ধিতকরণ করা হয়েছিল।
আগামী ৩০ শে মে এর পর কোন ভাবেই সাধারণ ছুটি বৃদ্ধি করা হবে না, আগামীকাল প্রজ্ঞাপন জারি করবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন যে, বন্ধ থাকবে গণ পরিবহন, ট্রেন, যাত্রীবাহী নৌযান, খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিমান চলমান থাকবে, এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতে নিষেধাজ্ঞা থাকবে।
নিজস্ব পরিবহনে কর্মী অফিসে আনা নেয়া করা যাবে।
গণজমায়েত ও সমাবেশ করা যাবে না। ৩১ মে হতে স্বাস্থ্য বিধি মেনে সব অফি খোলা থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
সূত্র: আরটিভি নিউজ ফিড