বৈধ মনোনয়ণ থাকার ক্ষেত্রে মনোনয়নে বর্ণিত হারে মনোনীত সদস্য/ সদস্যগণ আনুতোষিক প্রাপ্য হইবেন। বৈধ মনোনয়নের অবর্তমানে পরিবারের সদস্য সদস্যগণ একই সঙ্গে আনুতোষিক প্রাপ্য নন। অগ্রাধিকারক্রমের ভিত্তিতে পরিবারের সদস্যগণ আনুতোষিক প্রাপ্য হইবে।
প্রথম অগ্রাধিকার ভূক্ত পরিবারের সদস্যবৃন্দ
ক) স্ত্রী অথবা স্ত্রীগণ / স্বামী
খ) ২৫ বৎসর পর্যন্ত বয়স্ক পুত্রগণ;
গ) অবিবাহিত, তালাকপ্রাপ্ত ও বিধবা কন্যাগণ; এবং
মৃতপুত্রের বিধবা স্ত্রী বা স্ত্রীগণ এবং ১৮ বৎসর পর্যন্ত বয়স্ক পুত্র এবং অবিবাহিত, তালাকপ্রাপ্ত ও বিধবা কন্যাগণ (তাহারা সকলে মিলিতভাবে এক অংশ প্রাপ্য হইবে)।
সূত্র: পেনশন সহজীকরণ আদেশ ২০২০ এর অনুচ্ছেদ ৩.০৪ এবং সংযোজনী এর অনুচ্ছেদ ৩(১)(বি)।