পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

Pension Stop After Death 2024 । পেনশনারের মৃত্যুর পর কিভাবে পেনশন বন্ধ করতে হয়?

মূল পেনশনার বা পারিবারিক পেনশনার মৃত্যুবরণ করলে পেনশন বন্ধ করতে দ্রুত পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট এর মাধ্যমে মৃত্যুর তথ্য প্রদান করতে হয়। লোকাল হিসাবরক্ষণ অফিসে মৃত্যু সনদ নিয়ে যোগাযোগের মাধ্যমে পেনশন বন্ধ করতে হয়-Pension Stop After Death 2024

প্রাপ্ত বয়স্ক পেনশন প্রাপ্যতা

যদি পেনশনারের মৃত্যু পেনশন শুরুর তারিখ হতে ১৫ বছর পেনশন প্রাপ্তি পূরণ না করে থাকে তবে অবশিষ্ট সময়ের জন্য বিবাহিত বা প্রাপ্তি বয়স্ক সন্তান বা ২৫ বছরের উর্ধ্বের সন্তানও পেনশন পাবেন।

পেনশন বন্ধ করতে যে সকল কাগজপত্র লাগবে । পেনশন কি অনলাইনে বন্ধ করা যায়?

পেনশন বন্ধকরণ

ফেসবুকে পেইজে পোস্ট হতে নেওয়া প্রশ্ন

কি কি কাগজপত্র পেনশন বন্ধ করতে জমা দিতে হয়

নিকটস্থ হিসাবরক্ষণ অফিস অথবা তার পেনশন গ্রহণকৃত হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা নাম্বার এবং মৃত্যু সনদের ফটোকপি নিয়ে সংশ্লিষ্ট একাউন্টস অফিসে যোগাযোগ করুন।

মৃত্যু সনদ কি নেওয়া জরুরি?

মৃত্যু সনদ নিয়ে এজি অফিসে জানিয়ে দিলেই হবে মুল পেনশনার অবসর গ্রহনের যেহেতু প্রায় ২১ বছর হয়েছে এবং পেনশনারের স্ত্রী ও মারা গেছেন
সেহেতু আর কোন বৈধ উত্তরাধিকারী পেনশন পাবেন না।

ঘরে বসে অনলাইন হতে কি পেনশন বন্ধ করা যায়?

হ্যাঁ। ঘরে বসেই করা যায়। পেনশনারের ভোটার আইডি, মোবাইল নম্বর(EFT তে যে নম্বর দেয়া আছে) ও মৃত্যু সনদ সংগ্রহ করে www.cafopfm.gov.bd website এ ঢুকে ‘পেনশনারের মৃত্যু সংক্রান্ত তথ্য’ পূরণ করে click করলেই হবে। আপনাকে কোথাও যেতে হবে না।

পেনশন বন্ধ করতে প্রথমে www.cafopfm.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর Pensioner’s Death Information entry তে গিয়ে ফরম পূরণ করুন। মৃত পেনশনারের NID/Smart ID নম্বর ইনপুট দিন। ইএফটি মোবাইল নম্বর এবং মৃত্যুর তারিখ ইনপুট দিন। মৃত্যু সনদ স্ক্যান করে আপলোড করার মাধ্যমে Submit করুন। কাজ শেষ পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট অফিস পেনশন বন্ধ করে দিবে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

8 thoughts on “Pension Stop After Death 2024 । পেনশনারের মৃত্যুর পর কিভাবে পেনশন বন্ধ করতে হয়?

  • আমার বাবা একজন বিজিবি ছিলো দুই হাজার সালে মারা যায়। তারপর আমার মা পেনশন পেতো সে দুই হাজার বাইশ এ মারা যায়
    এখন কি মায়ের পেনশন কেউ পাবো
    ছেলের বয়স 22 মা 20 বছর পেনশন পাইছে।

  • ২৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত ছেলে পেনশন প্রাপ্য।

  • আমার মা পরিবার পরিকল্পনা পরিদর্শকা পদবি চাকরি করতেন। ২০১৮ সালে উনি অবসরপ্রাপ্ত হন। তিনি নিজে পেনশনার ছিলেন। গত ০২/০৮/২০২৪ ইং তারিখে তিনি মারা যান,১৫ বছর পেনশনভোগ করতে পারেন নি।পেনশনারের ছেলে আমি। আমার বয়স ২৫ উর্ধ্বে।এখন বাকি ৯ বছরের পেনশন কি আমি পাবো?

  • জি পাবেন।

  • আমার মা পরিবার পরিকল্পনা পরিদর্শকা পদবি চাকরি করতেন। ২০১৮ সালে উনি অবসরপ্রাপ্ত হন। তিনি নিজে পেনশনার ছিলেন। গত ০২/০৮/২০২৪ ইং তারিখে তিনি মারা যান,১৫ বছর পেনশনভোগ করতে পারেন নি।পেনশনারের ছেলে আমি। আমার বয়স ২৫ উর্ধ্বে এবং আমি বিবাহিত এখন কি বাকি ৯ বছরের পেনশন কি আমি পাবো?

  • জি। পাবেন।

  • স্যার,
    বাকি ৯ বছর পেনশন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে এবং পেনশনের জন্য কোন অফিসের সাথে যোগাযোগ করতে হবে।

  • হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন অথবা শেষ কর্মস্থলের অফিসের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *