চরম আর্থিক সংকটজনিত বিশেষ সাহায্য মঞ্জুরের আবেদপত্র।
কোন কর্মকর্তা বা তার চিকিৎসা বা অন্য কোন কারণে চরম আর্থিক সংকটে পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর দু’মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ বিশেষ সাহায্য হিসাবে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে প্রদান করা হয়।
এ সংক্রান্ত আবেদনপত্রটি নিম্নে উপস্থাপন করা হলো:
বোর্ড অব ট্রাস্টিজ
সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারী কল্যাণ তহবিল
১ম ১২তলা সরকারি অফিস ভবন (১১ তলা)
সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
কল্যাণ তহবিল থেকে চরম আর্থিক সংকটজনিত কারণে বিশেষ সাহায্য মঞ্জুরের আবেদপত্র
১। (ক) কর্মচারীর নাম:
(খ) পিতার নাম:
২। (ক) জন্ম তারিখ:
(খ) চাকুরিতে যোগদানের তারিখ:
(গ) সংশ্লিষ্ট কর্মচারী অবসরপ্রাপ্ত হলে অবসর গ্রহণের তারিখ:
৩। কর্মচারীর অফিসের নাম:
৪। কর্মচারীর পদবী:
৫। মূল বেতন বেতনের স্কেল উল্লেখ করতে হবে।:
৬। (ক) সংশ্লিষ্ট কর্মচারী নিয়মিত নাকি কন্টিনজেন্সী স্টাফ:
(খ) কল্যাণ তহবিলের চাঁদা প্রদান করছে/ করছে কিনা (মাসিক চাঁদার হার উল্লেখ করতে হবে):
৭। বিশেষ সাহায্যের কারণ:
(ক) আবেদনটি চিকিৎসা সংক্রান্ত হলে রোগের নাম উল্লেখপূর্বক চিকিৎসার যাবতীয় কাগজপত্র, মোট খরচ ও ঔষুধ ক্রয়ের মূল ভাউচার আবেদনের সঙ্গে দাখিল করতে হবে।:
(খ) অন্য কোন কারণে বিশেষ সাহায্যের আবেদন করলে আবেদনপত্রে ঘটনা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং উক্ত কারণ দেখিয়ে স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে।
- পেনশন সংক্রান্ত নতুন সুবিধা ও জটিলতা নিরসনের উদ্যোগ ২০২৫ । পেনশন পুন:স্থাপনের আগে মারা গেলেও পারিবারিক পেনশন পুন:স্থাপন হবে?
- সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ২০২৫ । গত ২৪ ঘন্টায় সরকারি চাকরি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত কি?
- নতুন প্রশিক্ষণ দৈনিক ভাতা পরিপত্র ২০২৫ । সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের প্রশিক্ষণ ভাতা কি বৃদ্ধি পেয়েছে?
- Betting Exchanges Are Changing Sports Gambling Forever
- বিশ্বের সরকারি বেতন স্কেল ২০২৫ । পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে বাংলাদেশের বেতন কাঠামো কি সবচেয়ে নিম্নমানের?
৮। কল্যাণ তহবিল থেকে ইতিপূর্বে কোন বিশেষ সাহায্য পেয়েছে কিনা? পেয়ে থাকলে টাকার পরিমাণসহ চেক নং ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
আমি প্রতিজ্ঞাপূর্বক এবং সত্য করে বলছি যে, উপরে উল্লিখিত আবেদনপত্রের বিষয়বস্তু আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং আমি কোন কিছুই গোপন করি নি।
আবেদনকারীর স্বাক্ষর
বর্তমান ঠিকানা।
বি:দ্র: (১) অর্থ বছরে একবার বিশেষ সাহায্য দেয়া হয়।
(২) আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে একটি ফরওয়ার্ডিং চিঠির মাধ্যমে অপর পৃষ্ঠায় বর্ণিত ঠিকানায় প্রেরণ করতে হবে।
আবেদনকারীর অফিস প্রধানের সার্টিফিকেট
এতদ্বারা প্রত্যায়ন করা যাচ্ছে যে, আবেদনপত্রে উল্লিখিত তথ্যাবলী ঠিক এবং জনাব/ বেগম…………………কে কল্যাণ তহবিল থেকে বিশেষ সাহায্য মঞ্জুরের জন্য জোর সুপারিশ করা যাচ্ছে।
……………………………………………………………………………
বিভাগীয়/অফিস প্রধানের স্বাক্ষর ও সীলমোহর
(স্বাক্ষরদানকারী কর্মকর্তার নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করতে হবে)।
প্রশাসনিক অফিসার
বোর্ড অব স্ট্রাস্টিজ
সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী কল্যাণ তহবিল
১ম এবং ১২ তলা সরকারি অফিস ভবন (১১তলা)
সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
কল্যাণ তহবিল থেকে চরম আর্থিক সংকটজনিত কারণে বিশেষ সাহায্য মঞ্জুরের আবেদপত্র PDF Formate: ডাউনলোড
কল্যাণ তহবিল থেকে চরম আর্থিক সংকটজনিত কারণে বিশেষ সাহায্য মঞ্জুরের আবেদপত্র Word Formate: ডাউনলোড
আমি অনেক কসটে আছি আপোনার কাছে সাহায্য চাই
সরকারি কর্মচারী হলে আবেদন করুন।