জিপিএফ জমা কর্তন হ্রাস বৃদ্ধি সমস্যা নিরসনে জুন মাসের বেতন (যা জুলাই মাসে প্রদেয়) এর ভিত্তিতে ৫% ও ২৫%সিলিং ঠিক রেখে জিপিএফ কর্তন এবং জুলাই মাসের ইনক্রিমেন্ট পাওয়ার পর বর্ণিত ইনক্রিমেন্টের ভিত্তিতে উক্ত বছরের অবশিষ্ট ১১ মাসের জন্য ৫% ও ২৫% এর সিলিং ঠিক রাখা যেতে পারে এ মর্মে সিজিএ কার্যালয় যে মতামত ব্যক্ত করেছে তার সাথে অর্থ বিভাগ একমত।
গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-১অধিশাখা।
www.mof.gov.bd
স্মারক নং: ০৭.০০.০০০০.১৭১.২২.০০১.১৪-৫০ তারিখঃ ২২জুলাই ২০২০ খ্রিস্টাব্দ
বিষয়ঃ সাধারন ভবিষ্য তহবিল বিধিমালা,১৯৭১ অনুসারে চাঁদার হার নির্ধারণ প্রসঙ্গে ।
সূত্র হিসাব মহানিয়ন্ত্রকের কারযালায়ের স্মারক নং ,০৭,০৩,০০০০,০১০, ১১,৮৬৭,২০১৯,১৬২,তারিখ ২১-০৭-২০১৯ খ্রি। উপযুক্ত বিষয় ও সুত্রের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের নিম্নরুপ মতামত নির্দেশক্রমে জানানো হল:
উপরোক্ত সমস্যা নিরসনে জুন মাসের বেতন (যা জুলাই মাসে প্রদেয়) এর ভিত্তিতে ৫% ও ২৫%সিলিং ঠিক রেখে জিপিএফ কর্তন এবং জুলাই মাসের ইনক্রিমেন্ট পাওয়ার পর বর্ণিত ইনক্রিমেন্টের ভিত্তিতে উক্ত বছরের অবশিষ্ট ১১ মাসের জন্য ৫% ও ২৫% এর সিলিং ঠিক রাখা যেতে পারে এ মর্মে সিজিএ কার্যালয় যে মতামত ব্যক্ত করেছে তার সাথে অর্থ বিভাগ একমত।
ডঃ মো: নজরুল ইসলাম
যুগ্ন সচিব
ফোন: ৯৫৪০১৮১
ইনক্রিমেন্টসহ জুলাই মাসের মূল বেতন অনুসারে জিপিএফ কর্তনের নির্দেশনা: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব:
প্রশ্ন: জুন মাসের বেতন বিলে জুলাই মাসের বেসিক অনুসারে কি সর্বোচ্চ ২৫% জমা কর্তন করা যাবে না?
উত্তর: না। বেতন বৃদ্ধি হওয়ার পর সর্বোচ্চ কর্তন প্রযোজ্য।
প্রশ্ন: ১১ মাস নতুন বেসিকে, ১ মাস পুরান বেসিকে জিপিএফ কর্তন?
উত্তর: জি।
প্রশ্ন: ১ মাস পুরান ও ১১ মাস নতুন বেসিকে কাটলে হিসাবে ঝামেলা হবে না?
উত্তর: না। সফটওয়ারে হিসাব হবে তাই সমস্যা হবে না।
সব সমস্যার সহজ সমাধান একটা। জিপিএফ চাঁদা টাকার অংকে না কাটিয়ে পারসেন্টেজে কাটালে আর কোন সমস্যা থাকে না। তখন ইনক্রিমেন্টের সাথে সাথে চাঁদাও অটোমেটিকেলি বেড়ে যাবে। আইবাসে পারসেন্টেজ সিস্টেম চালু করা দরকার।
ধন্যবাদ সুন্দর মতামত দেয়ার জন্য