বৈষম্য । দাবীর খতিয়ান । পুন:বিবেচনা

Salary Equalization 2025 । কর্মচারী উচ্চতর গ্রেড পেয়েও জুনিয়র থেকে কম বেতন পাচ্ছে?

পে স্কেল ২০১৫ তে বেতন সমন্বয়ের বিধান না থাকায় কিছু ক্ষেত্রে বেতন বৈষম্য দেখা দিয়েছে। উচ্চতর গ্রেড সময়মত না পাওয়ায় একই সাথে যোগদান করেও সিনিয়র কর্মচারী জুনিয়র কর্মচারীর থেকে কম বেতন পাচ্ছেন-Salary Equalization 2025 

নিচে একটি উদাহরণ তুলে ধরা হলো:

জনাব শামীম আহমেদ, মোটর গাড়ি চালক, বাংলাদেশ বেতার একই সার্কুলারে ২০১৩ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে ১০ দিন পরে জয়েন করেও দেবাশীষ রায় উচ্চতর গ্রেড পেয়ে সিনিয়রদের থেকে বেশি বেতন পাচ্ছে।

সারসংক্ষেপ:

  • পে স্কেলের পরে আবেদনের তারিখ থেকে উচ্চতর গ্রেড পাওয়ায় একটি ইনক্রিমেন্ট কম পেয়ে বেতন কমে গেল।
  • ০১.০৭.২০১৭ তারিখে জনাব শামীম আহমেদের মূল বেতন ১১,৩২০ টাকা, উচ্চতর গ্রেড পেয়ে তার বেতন ৮০ টাকা কমে গেল। 
  • শামীম আহমেদ পাচ্ছেন ১.৭.২০১৮ তারিখে ১১,৮১০ টাকা বেতন। (১৫তম গ্রেড)
  • দেবাশীষ রায় পাচ্ছেন ১.৭.২০১৮ তারিখে ১২,৪১০ টাকা বেতন। (১৫তম গ্রেড)

জনাব শামীম আহমেদের বেতন সমতাকরণের আবেদনটি দেখলেই বিষয়টা পরিস্কার হয়ে যাবে। 

বরাবর,
মহাপরিচালক
বাংলাদেশ বেতার
সদর দপ্তর, ৩১, সৈয়দ মাহবুব মোর্শেদ স্বরণি
শের-ই বাংলা নগর, ঢাকা-১২০৭।

বিষয়ঃ বেতন সমতাকরণের আবেদন।

মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী গত ২৯/০৫/২০১৪ খ্রি: তারিখে যোগদান করে বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার ,ঢাকায় মোটর গাড়ী চালক পদে ১৬ তম গ্রেডে কর্মরত আছি। ভারী লাইসেন্সধারী হওয়ায় বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকার ০১/০১/২০১৮ খ্রি: তারিখের ১৫.৫৩.০০০০.০১৩.১২.০০৮ .১৭.৫৩৩ নম্বর অফিস আদেশ মোতাবেক আমি ১৪/০৩/২০১৭ খ্রি: তারিখে উচ্চতর গ্রেড-১৫ প্রাপ্ত হয়ে উচ্চতর গ্রেডে ফিক্সেশন করলে ০১/০৭/২০১৬ খ্রি: তারিখে আমার বেতন ১০,৭৮০/- (গ্রেড-১৬) থেকে কমে ১০,৭০০/- (গ্রেড-১৫) টাকায় চলে আসে। পরে পিপি ৮০ টাকা যোগ করে ১০,৭৮০ টাকায় সমন্বয় করা হয়। ফলে ১৬ তম গ্রেড অনুযায়ী আমার বর্তমান বেতন থেকে ১৫তম গ্রেডে এসে ০১/০৭/১৮ খ্রি: তারিখে মূল বেতন দাড়ায় ১১,৮১০। অপর দিকে একই নিয়োগে আমার পরে ০৩/০৬/২০১৪ খ্রি: তারিখে বাংলাদেশ বেতার, রাজশাহীতে যোগদান করা মোটরগাড়ি চালক জনাব দেবাশীষ কুমার সরকার উচ্চতর গ্রেড-১৫ প্রাপ্ত হয়ে ০১/০৭/২০১৮ খ্রি: তারিখে ১২,৪১০/- টাকা মাত্র বেতন গ্রহন করছেন। একই নিয়োগ পত্রের অধীণে নিয়োগপ্রাপ্ত দু’জনেই ০১টি করে উচ্চতর গ্রেড (১৫তম) প্রাপ্ত হয়ে আমি তার পূর্বে যোগদান করা সত্ত্বেও তাঁর থেকে ৬০০/- টাকা বেতন কম পাচ্ছি।

অতএব, প্রার্থনা এই যে, উপরোক্ত বিষয়গুলো সুবিবেচনা পূর্বক বেতন বৈষম্য দূরীকরণে বেতন সমতার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।

সংযুক্তঃ
১। দু’জনের ইনক্রিমেন্ট সার্টিফিকেটের কপি।
২। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি কপি।
৩। বাংলাদেশ কৃষি গবেশণা ইনস্টিটিউটের অফিস আদেশের কপি।
বিনীত নিবেদক,
তারিখ:

(শামীম আহমেদ)
মোটর গাড়ী চালক
বাংলাদেশ বেতার
সাভার, ঢাকা।

  • জনাব শামীম আহমেদের ফিক্সশন কপি: ডাউনলোড
  • জনাব দেবাশীষ রায়ের ফিক্সেশন কপি: ডাউনলোড

বি:দ্র: ২০১৫ সালের পরে কোন অসমতা দেখা দিলে তা সমতাকরণ করা যাচ্ছে না। এক্ষেত্রে পরবর্তী সরকারী নির্দেশনা না আসা পর্যন্ত বেতন সমতাকরণ করা যাবে না।

বেতন সমতাকরণ কি?

বেতন সমতাকরণ হলো একই পদ বা গ্রেডে কর্মরত কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দূর করে তাদের বেতন সমান করা। এটি সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বেতন সমতাকরণের মূল ধারণা হলো, একই কাজের জন্য বা একই গ্রেডে কর্মরত কর্মচারীরা যেন সমান বেতন পান। যদি দেখা যায় যে, কোনো কর্মচারীর বেতন তার সহকর্মীদের তুলনায় কম, তবে বেতন সমতাকরণের মাধ্যমে সেই বৈষম্য দূর করা হয়। সরকার কর্তৃক ঘোষিত জাতীয় পে স্কেল অনুসারে, একই গ্রেডে কর্মরত কর্মচারীদের বেতন সমান করা হয়। কোনো কর্মচারীর বেতন তার কর্মজীবনে নির্দিষ্ট সময় পর বৃদ্ধি পায়, যা বেতন সমতাকরণের একটি অংশ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেতন পর্যালোচনা করা হয়, যেখানে বেতন কাঠামোতে পরিবর্তন আনা হতে পারে, যা বেতন সমতাকরণের একটি অংশ। বেতন সমতাকরণের মাধ্যমে কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দূর হয়, যা কর্মপরিবেশকে আরও বন্ধুত্বপূর্ণ করতে সাহায্য করে।

আরও দেখুন:

 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *