পে স্কেল ২০১৫ তে বেতন সমন্বয়ের বিধান না থাকায় কিছু ক্ষেত্রে বেতন বৈষম্য দেখা দিয়েছে। উচ্চতর গ্রেড সময়মত না পাওয়ায় একই সাথে যোগদান করেও সিনিয়র কর্মচারী জুনিয়র কর্মচারীর থেকে কম বেতন পাচ্ছেন।
নিচে একটি উদাহরণ তুলে ধরা হলো:
জনাব শামীম আহমেদ, মোটর গাড়ি চালক, বাংলাদেশ বেতার একই সার্কুলারে ২০১৩ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে ১০ দিন পরে জয়েন করেও দেবাশীষ রায় উচ্চতর গ্রেড পেয়ে সিনিয়রদের থেকে বেশি বেতন পাচ্ছে।
সারসংক্ষেপ:
- পে স্কেলের পরে আবেদনের তারিখ থেকে উচ্চতর গ্রেড পাওয়ায় একটি ইনক্রিমেন্ট কম পেয়ে বেতন কমে গেল।
- ০১.০৭.২০১৭ তারিখে জনাব শামীম আহমেদের মূল বেতন ১১,৩২০ টাকা, উচ্চতর গ্রেড পেয়ে তার বেতন ৮০ টাকা কমে গেল।
- শামীম আহমেদ পাচ্ছেন ১.৭.২০১৮ তারিখে ১১,৮১০ টাকা বেতন। (১৫তম গ্রেড)
- দেবাশীষ রায় পাচ্ছেন ১.৭.২০১৮ তারিখে ১২,৪১০ টাকা বেতন। (১৫তম গ্রেড)
জনাব শামীম আহমেদের বেতন সমতাকরণের আবেদনটি দেখলেই বিষয়টা পরিস্কার হয়ে যাবে।
বরাবর,
মহাপরিচালক
বাংলাদেশ বেতার
সদর দপ্তর, ৩১, সৈয়দ মাহবুব মোর্শেদ স্বরণি
শের-ই বাংলা নগর, ঢাকা-১২০৭।
বিষয়ঃ বেতন সমতাকরণের আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী গত ২৯/০৫/২০১৪ খ্রি: তারিখে যোগদান করে বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার ,ঢাকায় মোটর গাড়ী চালক পদে ১৬ তম গ্রেডে কর্মরত আছি। ভারী লাইসেন্সধারী হওয়ায় বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকার ০১/০১/২০১৮ খ্রি: তারিখের ১৫.৫৩.০০০০.০১৩.১২.০০৮ .১৭.৫৩৩ নম্বর অফিস আদেশ মোতাবেক আমি ১৪/০৩/২০১৭ খ্রি: তারিখে উচ্চতর গ্রেড-১৫ প্রাপ্ত হয়ে উচ্চতর গ্রেডে ফিক্সেশন করলে ০১/০৭/২০১৬ খ্রি: তারিখে আমার বেতন ১০,৭৮০/- (গ্রেড-১৬) থেকে কমে ১০,৭০০/- (গ্রেড-১৫) টাকায় চলে আসে। পরে পিপি ৮০ টাকা যোগ করে ১০,৭৮০ টাকায় সমন্বয় করা হয়। ফলে ১৬ তম গ্রেড অনুযায়ী আমার বর্তমান বেতন থেকে ১৫তম গ্রেডে এসে ০১/০৭/১৮ খ্রি: তারিখে মূল বেতন দাড়ায় ১১,৮১০। অপর দিকে একই নিয়োগে আমার পরে ০৩/০৬/২০১৪ খ্রি: তারিখে বাংলাদেশ বেতার, রাজশাহীতে যোগদান করা মোটরগাড়ি চালক জনাব দেবাশীষ কুমার সরকার উচ্চতর গ্রেড-১৫ প্রাপ্ত হয়ে ০১/০৭/২০১৮ খ্রি: তারিখে ১২,৪১০/- টাকা মাত্র বেতন গ্রহন করছেন। একই নিয়োগ পত্রের অধীণে নিয়োগপ্রাপ্ত দু’জনেই ০১টি করে উচ্চতর গ্রেড (১৫তম) প্রাপ্ত হয়ে আমি তার পূর্বে যোগদান করা সত্ত্বেও তাঁর থেকে ৬০০/- টাকা বেতন কম পাচ্ছি।
অতএব, প্রার্থনা এই যে, উপরোক্ত বিষয়গুলো সুবিবেচনা পূর্বক বেতন বৈষম্য দূরীকরণে বেতন সমতার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।
সংযুক্তঃ
১। দু’জনের ইনক্রিমেন্ট সার্টিফিকেটের কপি।
২। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি কপি।
৩। বাংলাদেশ কৃষি গবেশণা ইনস্টিটিউটের অফিস আদেশের কপি।
বিনীত নিবেদক,
তারিখ:
(শামীম আহমেদ)
মোটর গাড়ী চালক
বাংলাদেশ বেতার
সাভার, ঢাকা।
বি:দ্র: ২০১৫ সালের পরে কোন অসমতা দেখা দিলে তা সমতাকরণ করা যাচ্ছে না। এক্ষেত্রে পরবর্তী সরকারী নির্দেশনা না আসা পর্যন্ত বেতন সমতাকরণ করা যাবে না।
আরও দেখুন:
- উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য অগ্রিম বর্ধিত বেতন প্রাপ্তির আদেশ।
- উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বেতন কমে যেভাবে।
- ১০/১৬ বৎসর পূর্তিতে উচ্চতর গ্রেড বাস্তবায়ন স্থগিত, অদ্যবধি বলবৎ।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে ডিপিসি বা নিয়োগকারী কর্তৃপক্ষের অফিস আদেশ লাগবে।
- উচ্চতর গ্রেড স্পষ্টিকরণ পে স্কেল ২০১৫
- চাকরি ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড (৪র্থ গ্রেড) মঞ্জুরের বিষয়ে মতামত।
- ব্যাটালিয়ন আনসার, ল্যান্স নায়েক ও নায়েক পদের বেতনগ্রেড উন্নীতকরণ।
- প্রশাসনিক কর্মকর্তা পদটি এখন দশম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে।
- কানুনগো/ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণ প্রদান করা হয়েছে (ছকসহ)
- উন্নীত স্কেলে টাইমস্কেল গণনা করে মূল বেতন নির্ধারণ হবে।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্যতার সম্মতিপত্র।
- উন্নীত স্কেলে সমমানের ধাপ না থাকলে নিম্ন ধাপে বেতন নির্ধারণ।
- যে আদেশ বলে উচ্চতর গ্রেড নেয়া যেতে পারে।
- উচ্চতর গ্রেড পেয়ে জুনিয়র সিনিয়র এর থেকে বেশি বেতন পাচ্ছে।
- কর্মচারী উচ্চতর স্কেল পেয়ে ৯ম গ্রেডে বেতন পেলেও যাতায়াত ও টিফিন ভাতা পাবেন।
- বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরী এখনও হচ্ছে।
- কৃষি ডিপ্লোমাধারী উপ সহকারী কৃষি কর্মকর্তা এখন ১০তম গ্রেডে উন্নীত।
- বকেয়া টাইম স্কেল এখনও মঞ্জুর করা হচ্ছে।
- গাড়ি চালকগণ এখনও উচ্চতর গ্রেড পাচ্ছেন।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড মঞ্জুর হচ্ছে।