সাধারণত এমপিওভূক্ত প্রতিষ্ঠান গুলো স্বশাসিত বা সরকারি প্রতিষ্ঠানের মত পেনশন বা আনুতোষিক প্রদান করে না। এখানে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, গাজীপুর সেনানিবাস এর একজন প্রধান শিক্ষকের পেনশন ও গ্রাচুইটির পরিমাণ নির্ণয় করা হয়েছে। এটি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অন্তর্ভূক্ত বিধায় এটির সাথে অন্যান্য এমপিওভূক্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে তুলনা করা যাবে না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর
প্রতিরক্ষা মন্ত্রণালয়
ঢাকা সেনানিবাস
www.dmlc.gov.bd
নং-২৩.২২.০০০০.০১৮.১৩.১৪১.১৯.৩৯; তারিখ: ২৪ জানুয়ারি ২০২১ খ্রি:
বিষয়: ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, গাজীপুর সেনানিবাসের স্মারক নং-২৩.২২.৭০০৭.০০১.৭১.১৫৬.৯৪; তারিখ: ১৯ নভেম্বর ২০২০ খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জনাব মো: দুরুল হোদা, প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত), গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, গাজীপুর সেনানিবাস নিম্নোক্ত অবসর ভাতা ও আনুতোষিক নির্দেশক্রমে মঞ্জুর করা হলো:
ক) মোট আনুতোষিক টাকা: ৫১,৭২,৯৩০/- (একান্ন লক্ষ বাহাত্তর হাজার নয়শত ত্রিশ টাকা মাত্র)
খ) মাসিক অবসর ভাতার পরিমাণ টাকা: ২২,৪৯১/- (বাইশ হাজার চারশত একানব্বই টাকা মাত্র)
গ) বিধি মোতাবেক মাসিক চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন।
২.০ প্রচলিত নিয়মানুযায়ী পেনশন কেসটি অডিট কর্তৃপক্ষ কর্তৃক নিরীক্ষা করাতে হবে এবং এ ব্যাপারে কোন প্রকার অডিট আপত্তি উত্থাপিত হলে কিংবা কোন অর্থ ফেরত প্রদান করতে হলে জনাব মো: দুরুল হোদা, প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত), গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, গাজীপুর সেনানিবাস তা ফেরত প্রদানে বাধ্য থাকবেন মর্মে তার নিকট হতে ৩০০/= (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামা গ্রহণ করতে হবে।
(শিরিন আশরাফী মিলি)
সহকারী পরিচালক (শিক্ষা)
ফোন: ৮৭১৫৬৯৭
একজন প্রধান শিক্ষকের আনুতোষিক ও অবসর ভাতার পরিমান: ডাউনলোড