মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধিমালা, ২০০৯ অনুসারে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকগণের মধ্য হইতে তাঁহাদের ভোটে একজন এবং মাধ্যমিক স্তরের শিক্ষকগণের মধ্য হইতে তাঁহাদের ভোটে একজন শিক্ষক সদস্য নির্বাচিত হইবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা
www.dhakaeducationboard.gov.bd
নং-ঢাশিবাে/বি/৩৩১/নার ৪১৭ তারিখ : ২৪/০৪/২০২২
বিষয় : দীর্ঘদিন ধরে কমিটি বিহীন বিদ্যালয় পরিচালনা করায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানাে প্রসংঙ্গে।
উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এ
১। পাঠদানের অনুমতি প্রাপ্ত বা স্বীকৃতি প্রাপ্ত যে কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/এড-হক কমিটি থাকা বাধ্যতামূলক এবং উক্ত অনুমােদিত কমিটি দ্বারা প্রতিষ্ঠান পরিচালিত হবে।
২। উক্ত বিদ্যালয় বাের্ড হতে স্মারক নং- ৩১১/নার/৭১৯৪/তারিখ: ০৯/১২/২০০৯ এর আলােকে গত ০১/০১/২০১০ তারিখ হতে ০৩ (তিন) বছরের জন্য নবম শ্রেণি খােলার অনুমতি দেয়া হয়। উক্ত অনুমতি পত্রের ২নং শর্ত মােতাবেক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে এডহক কমিটি গঠনের প্রস্তাব প্রেরণের জন্য নির্দেশনা থাকা সত্ত্বেও আজ অবধি কোন কমিটি গঠন করা হয়নি।
৩। উল্লেখ্য যে, প্রধান শিক্ষককে কমিটি গঠনের জন্য মৌখিক ভাবে বলা হলেও তিনি কমিটি বিহীন বিদ্যালয় ভালভাবে পরিচালিত হচ্ছে এবং সেক্ষেত্রে কমিটি গঠনের প্রয়ােজন নেই বলে মন্তব্য করেন।
এমতাবস্থায়, দীর্ঘদিন ধরে কমিটি বিহীন বিদ্যালয় পরিচালনা করা এবং প্রধান শিক্ষক কর্তৃক কমিটি গঠনে অনিহা। প্রকাশ করায় কেন বিদ্যালয়ের পাঠদান এবং স্বীকৃতি প্রত্যাহার করা হবে না মর্মে কারণ দর্শানাে হলাে।
আগামী ০৭ (সাত) কর্মদিবসে উপযুক্ত জবাব দেয়ার জন্য অনুরােধ করা হলাে।
চেয়ারম্যান মহােদয়ের আদেশক্রমে |
প্রফেসর মােহাম্মদ আবুল মনছুর ভূঞা
বিদ্যালয় পরিদর্শক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা।
কমিটি বিহীন বিদ্যালয় পরিচালনা করায় প্রধান শিক্ষককে কারণ দর্শানাের নোটিশ: ডাউনলোড