আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

Govt. Staff Tax Free Income bd । সরকারি কর্মচারীদের কি কি ভাতা করমুক্ত থাকে?

অবসর কালে প্রদত্ত লাম্পগ্র্যান্টসহ সরকারি বেতন আদেশে উল্লিখিত অন্যান্য ভাতা ও সুবিধাদি যেমন, বাড়ী ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শ্রান্তিবিনোদন ভাতা, বাংলা নববর্ষ ভাতা ইত্যাদি করমুক্ত থাকবে।

মূল বেতন কি করযোগ্য? হ্যাঁ। সরকারি বেতন আদেশভূক্ত কর্মচারীর বেতন ভাতাদির ক্ষেত্রে আয়কর গণনার জন্য ইতিপূর্বে জারিকৃত প্রজ্ঞাপন এস,আর,ও নং ১৯৮-আইন/আয়কর/২০১৫, তারিখ: ৩০ জুন ২০১৫ খ্রিষ্টাব্দ রহিতক্রমে এস,আর,ও নং ২১১-আইন/আয়কর/২০১৭, তারিখ: ২১ জুন ২০১৭ খ্রিষ্টাব্দ জারি করা হয়েছে। এ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি বেতন আদেশভূক্ত একজন কর্মচারীর সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস (যে নামেই অভিহিত করা হোক না কেন) করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে।

লাম্পগ্র্যান্ড কি করযোগ্য? না। অবসর কালে প্রদত্ত লাম্পগ্র্যান্টসহ সরকারি বেতন আদেশে উল্লিখিত অন্যান্য ভাতা ও সুবিধাদি যেমন, বাড়ী ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, বাংলা নববর্ষ ভাতা ইত্যাদি করমুক্ত থাকবে। সংশ্লিষ্ট বছরে এসব ভাতা বা এককালীন অর্থ পেলে সেই অর্থে কর দিতে হয় না।

সরকারি কর্মচারীদের লাম্পগ্র্যান্টে কর দিতে হয় না। প্রমানক আছে?

হ্যাঁ। কর্মচারীদের বেতন খাতে আয় নিরূপন পর্যায়ে আয়কর আইনের বিধি-৩৩ প্রযোজ্য হবে না। এস,আর,ও নং ২১১ -আইন/আয়কর/২০১৭, তারিখ: ২১ জুন ২০১৭ খ্রিষ্টাব্দ: লাম্পগ্র্যান্ট ও পেনশন সুবিধায় আয়কর অব্যাহতি প্রজ্ঞাপন ২০১৭। এককালীন বড় অংকের যে আনুতোষিক পাওয়া যায় সেটির উপরও কর দিতে হয় না। সরকারি অর্থের বেশ কিছু প্রাপ্যতার উপর করমুক্ত শর্ত আরোপ করা হয়েছে।

সরকারি করমুক্ত আদেশ দেখুন: ডাউনলোড

অগ্রিম আয়কর প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *