খালেদা জিয়ার মৃত্যুতে কাল সাধারণ ছুটি: জেনে নিন কী কী খোলা থাকছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল ৩১ ডিসেম্বর, ২০২৫ (বুধবার) নির্বাহী আদেশে দেশজুড়ে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
ছুটিতে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও, জনদুর্ভোগ এড়াতে ও জরুরি কার্যক্রম সচল রাখতে বেশ কিছু প্রতিষ্ঠান ও সেবাকেন্দ্রকে এই ছুটির আওতামুক্ত রাখা হয়েছে।
যেসব জরুরি সেবা ও প্রতিষ্ঠান খোলা থাকবে:
প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিষেবার সাথে যুক্ত দপ্তর ও তাদের বাহনসমূহ ছুটির আওতাভুক্ত থাকবে না। অর্থাৎ আগামীকাল নিম্নোক্ত সেবাগুলো যথারীতি চালু থাকবে:
জরুরি ইউটিলিটি সার্ভিস: বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সেবা নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট অফিস ও কার্যক্রম চালু থাকবে।
নিরাপত্তা ও উদ্ধার কাজ: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
যোগাযোগ ও বন্দর: দেশের সকল স্থল, নৌ ও বিমান বন্দরসমূহের কার্যক্রম এবং ডাক সেবা চালু থাকবে। টেলিফোন ও ইন্টারনেট সেবার কার্যক্রমও স্বাভাবিক থাকবে।
সিটি কর্পোরেশন/পৌরসভা: পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে যুক্ত কর্মী ও বাহনসমূহ ছুটির আওতামুক্ত থাকবে।
চিকিৎসা সেবা: হাসপাতাল ও জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট সকল কার্যক্রম চালু থাকবে। চিকিৎসাসেবার কাজে নিয়োজিত ডাক্তার, নার্স, কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও অবাধে চলাচল করতে পারবে।
জরুরি অফিস: জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসসমূহ খোলা থাকবে।
ব্যাংক ও আদালতের বিষয়ে নির্দেশনা:
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সাধারণ ছুটির দিনেও ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। একইভাবে, আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব (এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক) স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, উল্লেখিত জরুরি সেবা বাদে বাকি সকল অফিস ও কার্যক্রম আগামীকাল বন্ধ থাকবে।

সরকারি অফিস কি এক দিনই বন্ধ?
হ্যাঁ, সরকারি অফিস বা সাধারণ ছুটি শুধুমাত্র ১ দিনের জন্য ঘোষণা করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে।
তবে, সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) ঘোষণা করেছে। রাষ্ট্রীয় শোক চলাকালীন সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, কিন্তু অফিস-আদালত বন্ধ থাকার নির্দেশনা কেবল ৩১ তারিখের জন্যই দেওয়া হয়েছে।
অর্থাৎ, যদি নতুন কোনো ঘোষণা না আসে, তবে ১ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে সরকারি অফিস যথারীতি খোলা থাকবে।


