চাকরী ২৫ বছর পূর্ণ হলে জনস্বার্থে সরকার তাকেঁ যে কোন সময়ে কোন কারণ না দর্শিয়ে চাকরী হতে অবসর গ্রহণ করাতে পারেন। উক্ত ৯ (২) উপ-ধারায় প্রদত্ত এ ক্ষমতা সরকার ব্যতীত অন্য কোন অধ:স্তন নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োগ করতে পারবেন না। এ সংক্রান্ত প্রজ্ঞাপন নিম্নরুপ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্থাপন মন্ত্রণালয়
বিধি-৪ অধিশাখা
www.moestab.gov.bd
প্রজ্ঞাপন
নং-০৫.১৭৩.০১৩.০৪.০০.০০০৫.২০১০-৪৫ তারিখ: ০৭-০২-২০১০ ইং
গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর ৯ ধারার (২) উপ-ধারার (২) উপ-ধারার বিধান মোতাবেক কোন গণকর্মচারীকে সরকার কর্তৃক জনস্বার্থে অবসর প্রদানের আদেশ জারির বিষয়ে ২০ জনু, ১৯৭৫ তারিখের স্মারকলিপি নং-স:বি: (বিধি-৪)-১ আর-৯/৭৫-১৪০ বাতিলপূর্বক নিম্নরূপ নির্দেশনা জারি করা হলোঃ
- ফুলবাড়িয়া হাসপাতাল সেবা প্রাপ্তি ২০২৪ । কর্মচারী হাসপাতালের ডাক্তার ভিজিট, ঔষুধ প্রাপ্তি ও ভীড় কম?
- সরকারি কর্মচারী হাসপাতাল কার্ড ২০২৪ । বিনামূল্যে চিকিৎসা সেবার কার্ড পেতে তথ্য ফর্ম নিজে জমা দিতে হবে?
- Return Submission Last Date 2024 । ২০২৪-২৫ কর বছরের আয়কর রিটার্ণ সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে
- সরকারি চাকুরিকাল কি? । পদোন্নতির জন্য চাকুরিকাল গণনায় বিবেচ্য বিষয়গুলি কি কি?
- সরকারি ছুটির তালিকা ২০২৫ । অফিস বন্ধের তালিকা কোথায় পাওয়া যাবে?
(১) গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর ৯ ধারায় (২) উপ-ধারার বিধানমতে কোন গণকর্মচারীর চাকরী ২৫ বছর পূর্ণ হলে জনস্বার্থে সরকার তাকেঁ যে কোন সময়ে কোন কারণ না দর্শিয়ে চাকরী হতে অবসর গ্রহণ করাতে পারেন। উক্ত ৯ (২) উপ-ধারায় প্রদত্ত এ ক্ষমতা সরকার ব্যতীত অন্য কোন অধ:স্তন নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োগ করতে পারবেন না।
(২) যে ক্ষেত্রে কর্তৃপক্ষ সরকার ব্যতীত এর অধ:স্তন কোন কর্তৃপক্ষ অথবা বিধিবদ্ধ সংস্থা বা এর কোন কর্মকর্তা, সেক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ বা সংস্থা যদি মনে করে যে, তদকর্তৃক নিযুক্ত কোন কর্মচারীর উক্ত আইনের বিধানমতে ২৫ বছর পূর্ণ হওয়ার পর তাকেঁ জনস্বার্থে অবসর গ্রহণ করানো উচিৎ, তা হলে উক্ত কর্তৃপক্ষ বা সংস্থা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এতসংক্রান্ত প্রস্তাব প্রেরণ করবে এবং এইরূপ প্রস্থাব প্রাপ্তির পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
(৩) যে ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মচারীদিগকে অবসর গ্রহণ করানোর বিষয়ের প্রস্তাব সংস্থাপন মন্ত্রণালয়ের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির নিকট তাঁর সদয় আদেশর জন্য পেশ করতে হবে।
(৪) ক্রমিক নং-(১) , (২) ও (৩) অনুযায়ী কোন গণকর্মচারীকে চাকুরী হতে অবসর গ্রহণ করানোর সিদ্ধান্ত গৃহীত হলে, উক্ত অবসর গ্রহণ সংক্রান্ত আদেশ Rules of Business 1996 এর Rule 5 (ii) এবং Schedule (ii)-এ বর্ণিত যে কোন কর্মকর্তার স্বাক্ষরে জারি করা যাবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
(ইকবাল মাহমুদ
সচিব
গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর ধারা সংশোধনী আইন ২০১০ (প্রজ্ঞাপন) সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
নিজ জেলায় বা মনোনীত জেলায় সরকারী চাকুরীকাল কত মাস থাকলে চাকুরী করা যাবে। এর কোন বিধি বিধান আছে কিনা? যদি থাকে তাহলে রুলস/ অধ্যাদেশ/ প্রজ্ঞাপণ জানা দরকার।
প্রশ্নটি আরও বিস্তারিত করুন। যেটুকু বোঝা যাচ্ছে, সাধারণের ক্ষেত্রে ৩০ বছরের এক দিন বাকী থাকলেও আবেদন করা যাবে। তবে সার্কুলারে আবেদনের পর ৫ বছর পর নিয়োগ সম্পন্ন হলেও আপনার বয়স ৩৫ হলেও চাকরিতে যোগদান করা যাবে।