সন্তান বা কন্যার পেনশন প্রাপ্যাতা ২০২৫ । সধবা কন্যার পেনশন ও আনুতোষিক প্রাপ্তির অধিকার রয়েছে?
পেনশন আইন ২০২০ অনুসারেও কোন সধবা কন্যা পারিবারিক পেনশন পাইবে তবে এক্ষেত্রে মৃত বেসামরিক সরকারী কর্মকর্তা/কর্মচারীর বিবাহিতা কন্যা/কন্যাগণ ব্যতীত অপর কোন বৈধ ওয়ারিশ না থাকিলে পাইবে-সন্তান বা কন্যার পেনশন প্রাপ্যাতা ২০২৫
যদি ২৫ বছরের অনুর্ধ্ব কোন পত্র থাকে তবে তিনি পেনশন পাইবে ২৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত । অন্যদিকে যদি পেনশনারের মৃত্যু হয়ে থাকে এবং ১৫ বছর অতিক্রান্ত না হয় সে ক্ষেত্রে পারিবারিক পেনশন হিসেবে ২৫ বছরের উর্ধ্ব কন্যাও পেনশন পাইবে ১৫ বছর পেনশন বছর পূর্ণ হওয়া পর্যন্ত।
অর্থ বিভাগের স্মারক নং-অম/অবি/বিধি-১/৩পি-১৫/৯৯/৪০, তারিখ: ১৫ এপ্রিল, ২০০৩ অনুসারে মৃত বেসামরিক সরকারী কর্মকর্তা/কর্মচারীর বিবাহিতা কন্যা/কন্যাগণ ব্যতীত অপর কোন বৈধ ওয়ারিশ না থাকিলে,
সেই ক্ষেত্রে তাঁহার পেনশন /আনুতোষিকের টাকা বেসামরিক সরকারী চাকরিজীবীগণের পেনশন মঞ্জুরী ও পরিশোধ সংক্রান্ত বিধি/পদ্ধতি অধিকতর সহজীকরণ স্মারক নং অম/অবি/প্রবি-১/৩পি-২/৮৬(অংশ-১)/৫ ৩.০২ অনুচ্ছেদে উল্লিখিত ২৫ বৎসরের উর্ধ্বে পুত্র সন্তানের প্রাপ্যতার অনুরূপ শর্তে মৃত বেসামরিক সরকারী কর্মকর্তা/কর্মচারীর বিবাহিতা কন্যা/কন্যাগণ প্রচলিত বিধিগত পদ্ধতিতে ও হারে পেনশন প্রাপ্য হইবেন।
আরও বিস্তারিত জানতে পেনশন বিধিমালা দেখে নিতে পারেন: ডাউনলোড
পেনশন আইন ২০২০ । পিডিএফ ফাইল পৃষ্ঠা ৬ দেখুন
পেনশন সহজীকরণ আদেশ ২০২৪ এর পৃষ্ঠা ১১ দেখুন: ডাউনলোড লিংক
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: বিবাহিত কন্যাও কি পেনশন পাবেন?
- উত্তর: হ্যাঁ পাবেন। প্রচলিত নিয়মে।
সরকারি পেনশন কি নাতিও পায়?
হ্যাঁ, সরকারি কর্মচারী যিনি মারা গেছেন তার নাতি-নাতনিরা পেনশন পেতে পারেন, যদি তার ছেলে বা মেয়ে না থাকে বা ছেলের বয়স ২৫ বছরের বেশি হয়। যদি কোনো সরকারি কর্মচারী মারা যান এবং তার স্ত্রী বা স্বামী এবং পুত্র-কন্যা (যদি থাকে) জীবিত না থাকেন, অথবা যদি তার কোনো পুত্র থাকে যার বয়স ২৫ বছরের বেশি, তাহলে সেই মৃত কর্মচারীর পুত্র বা কন্যার পুত্র-কন্যা বা হিজড়া (তৃতীয় লিঙ্গ) নাতি-নাতনিরা পেনশন পাওয়ার যোগ্য হবেন।এই নিয়মটি সম্প্রতি সরকার “পেনশন বিধি ও অবসরকালীন সুবিধা” সংশোধন করে যুক্ত করেছে। অতএব, কোনো সরকারি কর্মচারী মারা গেলে, তার পরিবারের অন্যান্য সদস্যরা যেমন স্ত্রী/স্বামী, সন্তানরা এবং যদি তারা না থাকেন, তবে নাতি-নাতনিরা পেনশন সুবিধা পাবেন, যদি উপরের শর্তগুলো পূরণ হয়।
100% Pension samorpon-karider pension punosthapon hobar age mara jawa widow wifeder jonno pension punosthapon-er kono sukhabor pabo key.
সেটি নির্ভর করছে আপনারা কতজন নিজ তাগিদে অর্থ মন্ত্রণালয়ে আবেদন প্রেরণ করছেন তার উপর। একটু অপেক্ষা করুন সরকারি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিবেই ইনশাল্লাহ।
আমার বাবা সরকারি চাকুরীজীবি ছিলেন।তিনি ২০১১ জুনে অবসরে যান ।তিনি ২০২২ আর আমার মা ২০২৪ মারা যান । আমার বয়স ২১।এখন আমি তার পুত্র হিসেবে কী ১৫ বছরের অবশিষ্ট সময় পেনশন পাব নাকি আমার ২৫ বছর বয়স পর্যন্ত পেনশন পাব?
২৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত পাবেন।