জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (কর্মচারী) গৃহ নির্মাণ অগ্রিম প্রবিধানমালার সংশােধন ২০২২

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন-২০১৪ (২০১৪ সনের ১২নং আইন) এর ৪০নং ধারার (১)নং উপ-ধারা এবং উপ-ধারা (২) (থ) এ প্রদত্ত ক্ষমতাবলে কর্পোরেশনের পরিচালনা বাের্ড কর্তৃক প্রণীত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (কর্মচারী) গৃহ নির্মাণ অগ্রিম প্রবিধানমালা, ২০১৭ এর প্রবিধান-১০ এর প্রদত্ত ক্ষমতাবলে কর্পোরেশনের পরিচালনা বাের্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (কর্মচারী) গৃহ নির্মাণ অগ্রিম প্রবিধানমালা, ২০১৭ এর নিম্নরূপ অধিকতর সংশােধন করিল।

১। অপরিশোধিত ঋণের আসল ও সুদ মওকুফের আওতা ২০২২

২। অনাদায়ী ঋণের অপরিশোধিত আসল ও সুদ মওকুফের কমিটি ২০২২

৩। চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণ করিলে/ অক্ষমতাজনিত কারণে অবসর গ্রহণকারী কর্মচারীরর গৃহ নির্মাণ ঋণের দায়ের বিবরণ, প্রাপ্য সুবিধাদি, বন্ধকীকৃত সম্পত্তির তথ্যাদি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করিবে।

৪। প্রাপ্য আনুতোষিক মোট ১২.০০ লক্ষ টাকা বা তদুর্ধ্ব হইলে আসল মওকুফ বিবেচনায় আনা হইবে না।

গৃহ নির্মাণ ঋণ ২০২২

পরিচালনা বাের্ডের অনুমােদনক্রমে

মােঃ আবুল হােসেন

ব্যবস্থাপনা পরিচালক।

কর্পোরেশনের পরিচালনা বাের্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (কর্মচারী) গৃহ নির্মাণ অগ্রিম প্রবিধানমালার সংশােধন ২০২২ : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *