ফর্ম I আবেদনপত্র । নমুনা

পেনশনের বৈধ উত্তরাধিকারি ঘোষনাপত্র ফরম।

সরকারি চাকুরিজীবির আনুতোষিক ও পেনশন আবেদনের সময় বৈধ উত্তরাধিকারি ঘোষনাপত্র ফরম দাখিল করতে হয়। তার মৃত্যুর পর সঠিক উত্তরাধিকারী বাছাই করতে পরবর্তীতে এটি ব্যবহৃত হয়। পেনশন সংক্রান্ত ফরম

  • এটি সংযোজনী ২ হিসাবে ব্যবহার করতে হয়।
  • উত্তরাধিকারীর নাম জন্ম তারিখ, মনোনীত হার, বৈবাহিক অবস্থা ইত্যাদি স্টাষ্প
  • সাইজ ছবিসহ উল্লেখ করতে হয়।
  • একটি পেনশন সহজীকরণ আইন অনুযায়ী স্বীকৃত।
  • নিচে অবশ্যই পেনশনারের স্বাক্ষর থাকতে হবে।
  • নিয়ন্ত্রণকারীর কর্তৃপক্ষের স্বাক্ষর আবশ্যক।

চাকুরিজীবির আনুতোষিক ও পেনশন আবেদনের সময় বৈধ উত্তরাধিকারি ঘোষনাপত্র ফরম দাখিল করতে হয়।

চাকুরিজীবির আনুতোষিক ও পেনশন আবেদনের সময় বৈধ উত্তরাধিকারি ঘোষনাপত্র ফরম দাখিল করতে হয়  ফরমটি দেওয়া হলো: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *