চিকিৎসার জন্য বাংলাদেশি নাগরিকগণের ভারতে গমনের অনুমতির আবেদন ফরম।
করোনা মহামারি উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে স্থলবন্দরসমূহ দিয়ে চিকিৎসার জন্য বাংলাদেশী নাগরিকগণের ভারতে গমণের অনুমতির আবেদন ফরম নিচে সংযুক্তি করা হয়েছে।
- সংযুক্তি গুলো চেক করে নিবেন আবেদনপত্রের সাথে দিয়েছিন কিনা।
- আবেদন অবশ্যই সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর দাখিল করতে হবে।
- রোগের কারণ উল্লেখ করতে হবে।
- ভিসার ও পাসপোর্টের মেয়াদ চেক করে নিবেন।
- পূর্বে ভারতে চিকিৎসা গ্রহণ করে থাকলে তার প্রমানক যুক্ত করে দিতে হবে।
- আবেদনকারীর স্বাক্ষর আছে কিনা চেক করে নিন।
উপরোক্ত তথ্যসমূহ উল্লেখপূর্বক এই সংক্রান্ত কাগজপত্রাদি সংযুক্ত করে সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দৃষ্টি: আকর্ষন: অতিরিক্ত সচিব (নিরা: ও বহি:) অথবা উপসচিব (বহিরাগমন-০২) বরাবর দরখাস্ত দাখিল করতে হবে।
চিকিৎসার জন্য বাংলাদেশি নাগরিকগণের ভারতে গমনের অনুমতির আবেদন ফরম: ডাউনলোড