নৈমিত্তিক । অর্জিত । মাতৃত্বকালীন

Govt Leave Rules bd । সরকারি কর্মচারী বিভিন্ন প্রকার সরকারি ছুটির কারণ ও মেয়াদকাল দেখুন

সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ চাকরি জীবনে ১৮ রকমের ছুটি ভোগ করে থাকেন। এসব ছুটি নৈমিত্তিক কারণ, পারিবারিক কারণ ও ব্যক্তিগত কারণ ছাড়াও বিভিন্ন কারণে ভোগ করে থাকেন।

কোন কারণে কোন ছুটি কত দিন ভোগ করা যায় সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা দিতেই ছক আকারে তা প্রকাশ করা হলো। প্রতিটি ছুটির জন্য রেফারেন্স নিচের লিংক হতে দেখে নিতে পারেন।

ব্যক্তিগত কারণে অর্জিত ছুটি কত দিন নেয়া যায়? আপনি সর্বোচ্চ ৪ মাস নিতে পারেন। স্থানীয় অফিসের প্রধান ৩ মাস পর্যন্ত মঞ্জুর করতে পারেন। মহাপরিচালক বা নিয়ন্ত্রণকারী দপ্তর প্রধান ৪ মাস পর্যন্ত ব্যক্তিগত/পারিবারিক কারণে ৪ মাস ছুটি দিতে পারেন। পরিবারের সমস্যা সমাধান বা জমি জমার ঝামেলা অথবা বাড়ি ঘর নির্মানের জন্য এমন দীর্ঘ সময় ছুটি নেয়া যায়।

অর্ধেক বেতনে বা অর্ধ গড় বেতনে কত দিন ছুটি নেয়া যায়? আপনি শুধুমাত্র মূল বেতন অর্ধেক, অন্যান্য সুবিধা বাড়ি ছাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা ও অন্যান্য ভাতা পূর্ণ হারে পাবেন। এমন ছুটি মেডিকেল ছুটি নামে পরিচিত এমন ছুটি আপনি ব্যক্তিগত বা পারিবারিক কারণে ১ বছর ছুটি নেয়া যায়। আপনি চাইলে অসুস্থ্যতার কারণে মেডিকেল লিভ পূর্ণ গড় বেতনেও নেয়া যায় অথবা অর্ধগড় বেতনে ছুটিকে পূর্ণগড় বেতনে ছুটিতে রূপান্তর করে অর্জিত ছুটি নেয়া যায়।

পড়াশুনার জন্য কি ছুটি নেয়া যায়? হ্যাঁ। অধ্যয়ন ছুটি সাধারনভাবে এ ছুটির মেয়াদ ১২ মাস, তবে বিশেষ কারণে সর্বোচ্চ ২৪ মাস পযর্ন্ত ছুটি দেয়া যাবে। কোর্সের কারণে অতিরিক্ত সময় প্রয়োজন হলে আরও ৪ মাস অর্জিত ছুটি ও ৩২ মাসের অসাধারণ ছুটি অর্থাৎ (২৪+৪+৩২)= ৬০ মাসের অধ্যয়ন ছুটি মঞ্জুর করা যায়।

সরকারি চাকরিজীবীর জন্য বিভিন্ন রকমের ছুটি রয়েছে । কোন ছুটি কত দিন নেয়া যায়?

বিনা বেতনে ছুটি বা অসাধারণ ছুটি কত দিন নেয়া যায়? স্থায়ী কর্মচারী ব্যতিত আন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে অসাধারণ ছুটির মেয়াদ এককালীন ৩ মাসের অধিক হবে না । তবে দীর্ঘকালীন অসুস্থতার জন্য মেডিক্যাল সার্টিফিকেট এর ভিত্তিতে অস্থায়ী সরকারি কর্মচারীকে ৬ মাস পর্যন্ত অসাধারণ ছুটির মঞ্জুর করা যায় । যক্ষা রোগে আক্রান্ত একজন অস্থায়ী সরকারি কর্মচারীকে এককালীন সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত অসাধারণ ছুটির মঞ্জুর করা যায়। তবে বিধান থাকে যে, দাখিলকৃত সার্টিফিকেটে স্বাস্থ্য কেন্দ্রের যক্ষা বিশেষজ্ঞ বা সিভিল সার্জেেনর ছুটির মেয়াদ উল্লেখ পূর্বক সুপারিশ থাকলে অসাধারণ ছুটির মঞ্জুর করা যায়। স্থায়ী কর্মচারী নিয়োজিত কর্মচারীদের ক্ষেত্রে অসাধারণ ছুটির মেয়াদ সর্বোচ্চ ১ বছর ও মেডিক্যাল সার্টিফিকেট এর ভিত্তিতে স্থায়ী সরকারি কর্মচারীকে ২ বছর পর্যন্ত অসাধারণ ছুটির মঞ্জুর করা যায় । অক্ষমতাজনিত ছুটি = (ক) মেডিক্যাল বোর্ডের সার্টিফিকেট এর ভিত্তিতে স্থায়ী সরকারি কর্মচারীকে ২৪ মাস/২ বছর পর্যন্ত অক্ষমতা জনিত ছুটির মঞ্জুর করা যায়। মেডিক্যাল বোর্ডের সার্টিফিকেট ব্যতিত এ প্রকারের ছুটির মেয়াদ বাড়ানো যাবে না ।

govt Leave rules bd

Leave rules pdf download

উপরোক্ত টেবিলটি চাইলে ডাউনলোড করে সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড 

যদিও ছুটি কোন অধিকার নয় কিন্তু জনস্বার্থ ব্যতীত এ ছুটি ভোগ হতে বিরত করা যাবে না। উপযুক্ত কারণ না থাকলে এ ছুটি বাতিলও করা যাবে না। নিচের লিংক থেকে রেফারেন্স দেখে নিতে পারেন।

অর্জিত ছুটি বা আর্ন লিভ একবারে কত দিন নেয়া যায়?

সরকারি কর্মচারীর ব্যক্তিগত ও পারিবারিক কারণে এককালীন ৪ মাস গড় বেতনে ছুটি ভোগ করতে পারেন । ছুটির মেয়াদ ৪ মাসের অধিক হলে, ৪ মাসের অতিরিক্ত সময় অর্ধগড় বেতনে ছুটি ভোগ করতে পারেন । একই বিধির আওতায় স্বাস্থ্যগত কারণে/তীর্থ যাত্রার কারণে/ শিক্ষার কারণে/শ্রান্তি বিনোদনের উদ্দেশ্য গড় বেতনে ৬ মাস পর্যন্ত ছুটি বর্ধিত/মঞ্জুর করা যায় ।৬ মাসের অধিক ছুটি প্রয়োজন হলে, তা অর্ধ গড় বেতনে ছুটি মঞ্জুর করা যায় ।

ছুটির প্রকারকারণমেয়াদ
(১) গড় বেতনে অর্জিত ছুটিব্যক্তিগত/ পারিবারিক কারণে৪ মাস
স্বাস্থ্যগত কারণে।৬ মাস।
(২) অর্ধ-গড় বেতনে অর্জিত ছুটিব্যক্তিগত/ পারিবারিক কারণে১ বছর।
স্বাস্থ্যগত কারণে২ বছর
(৩) অসাধারণ ছুটিসাধারণ ক্ষেত্রে।৩ মাস
দীর্ঘস্থায়ী অসুস্থতা৬ মাস
যক্ষারােগ১ বছর।
(৪) অক্ষমতাজনিত ছুটিমেডিক্যাল বাের্ডের সুপারিশসুপারিশ যতদিন।
সর্বোচ্চ২ বছর
(৫) অধ্যয়ন ছুটিযুক্তিযুক্ত কারণে১ বছর
সমগ্র চাকরি জীবনে২ বছর
সর্বোচ্চ অনুপস্থিত কাল৫ বছর
(৬) সংগনিরোধ ছুটিমেডিক্যাল সার্টিফিকেট২১ দিন
বিশেষ অবস্থায়৩০ দিন
(৭) প্রসূতি ছুটিআবেদনমতে৬ মাস
(৮) চিকিৎসালয় ছুটিসাধারণ ক্ষেত্রে৩ মাস
সর্বমোট ছুটি২৮ মাস
(৯) প্রাপ্যতাবিহীন ছুটিমেডিক্যাল সার্টিফিকেট ছাড়া৩ মাস
মেডিক্যাল সাটিফিকেট সহ (সমগ্র চাকরি জীবনে)১২ মাস
১০) অবসর প্রস্তুতি ছুটিপূর্ণ গড় বেতনে।১২ মাস
(১১) নৈমিত্তিক ছুটিকর্মকর্তার আবেদন মতে৩ দিন।
একসাথে সর্বোচ্চ১০ দিন।
পার্বত্য অঞ্চলে২০ দিন
বাৎসরিক২০ দিন।
(১২) শ্রান্তি বিনোদন ছুটিপ্রতি ৩ বছরে১৫ দিন

সরকারি ছুটির প্রকারভেদ ২০২৪ । নৈমিত্তিক, অর্জিত, অসাধারণ ছুটি সম্পর্কে জানার উপায় আছে কি?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

3 thoughts on “Govt Leave Rules bd । সরকারি কর্মচারী বিভিন্ন প্রকার সরকারি ছুটির কারণ ও মেয়াদকাল দেখুন

  • হাসবেন্ড এর পিএসডির জন্য স্ত্রীর সাথে যাওয়ার কোন ছুটির বিধান আছে কিনা একটু জানাবেন প্লিজ।

  • যায়। বিভিন্ন কর্মকর্তার সাথে আমার জানামতে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *