প্রাথমিকের প্রধান শিক্ষকদের জিপিএফ অগ্রিম মঞ্জুর সংক্রান্ত।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষকদের সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ হতে অগ্রিম উত্তোলনের জন্য কার বরাবর আবেদন করতে হয় সে সম্পর্কে আমরা অনেকেই ওকিবহাল নই। নিচের এ সম্পর্কিত নির্দেশনা নিম্নে উল্লেখ করা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০
বিদ্যালয়-২ শাখা
স্মারক: ৩৮.০০৮.০১৩.০৫.০০.০০২.২০১৩-১৪৩-১৪৩ তারিখ: ০৮ মার্চ ২০১৬
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাধারণ তহবিল (জিপিএফ)-এ জমাকৃত অর্থ উত্তোলনের ক্ষমতা অর্পণ প্রসঙ্গে।
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং-৩বি/২পিই(হি:)/প্র-শি(আ:প্রে)/২০১৩-১৪/৬৫১, তারিখ: ১৮/০২/২০১৬
উপর্যুক্ত বিষয়ে সূস্ত্রস্থ পত্রের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, এ মন্ত্রণালয়ের ১৬/০৮/২০১৫ তারিখের ৩৮.০০৮.০১৩.০৫.০০.০০২.২০১৩-৫০৯ নং স্মারকে জারিকৃত আদেশের ০৫ নং ক্রমিকে বর্ণিত ভবিষ্য তহবিল হতে অগ্রিম উত্তোলন মঞ্জুর বিষয়ে কর্তৃপক্ষ নির্ধারণ অংশ নিম্নরূপভাবে সংশোধনপূর্বক প্রতিস্থাপন করা হল:
- ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের বেতন স্কেল প্রস্তাবনা ২০২৫ । বৈষম্য দূরীকরণ ও জীবনযাত্রার ব্যয়ের নিরিখে নতুন স্কেলের দাবি?
- বেতন ফিক্সেশন পদ্ধতি ২০২৫ । নতুন পে স্কেলে ‘পার্থক্য যোগ’ ও ‘ইনক্রিমেন্ট ফ্যাক্টর’ পদ্ধতি প্রয়োগ হবে?
- প্রস্তাবিত পে-স্কেলে তীব্র অসন্তোষ ২০২৫ । প্রথম ও সর্বনিম্ন গ্রেডে বেতনের বিশাল ফারাক, নূন্যতম বেতন ২৫,০০০ টাকার দাবি
- বিবিএস কর্মচারী কেন্দ্রীয় পরিষদের প্রস্তাবিত বেতন কাঠামো ২০২৫ । জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী করার দাবি?
- ‘A+BY’ মডেলে বেতন কাঠামো সংস্কারের দাবি ২০২৫ । বৈষম্য কমাতে কেইনসের ভোগ তত্ত্বের ভিত্তিতে নতুন পে-স্কেলের প্রস্তাবনা?
(১) প্রধান শিক্ষকদের সাধারণ ভবিষ্য তহবিল এর জমাকৃত অর্থ থেকে অফেরতযোগ্য অগ্রিম/চূড়ান্ত উত্তোলন মঞ্জুরের ক্ষমতা সংশ্লিষ্ট বিভাগীয় উপ-পরিচালকদের উপ অর্পণ; এবং
(২) অফেরতযোগ্য অগ্রিম/চূড়ান্ত উত্তোলন ব্যতীত অপরাপর সকল ধরনের অগ্রিম উত্তোলন মঞ্জুরের ক্ষমতা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের উপর অর্পন।
(জাজরীন নাহার)
সিনিয়র সহকারী সচিব (বিদ্যা-২)
সিনিয়র সহকারী সচিব (বিদ্যালয়-২)
ফো: ৯৫৭৭২৫৫
এ সংক্রান্ত আদেশটি হুবহু কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড



