সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষকদের সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থ হতে অগ্রিম উত্তোলনের জন্য কার বরাবর আবেদন করতে হয় সে সম্পর্কে আমরা অনেকেই ওকিবহাল নই। নিচের এ সম্পর্কিত নির্দেশনা নিম্নে উল্লেখ করা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০
বিদ্যালয়-২ শাখা
স্মারক: ৩৮.০০৮.০১৩.০৫.০০.০০২.২০১৩-১৪৩-১৪৩ তারিখ: ০৮ মার্চ ২০১৬
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাধারণ তহবিল (জিপিএফ)-এ জমাকৃত অর্থ উত্তোলনের ক্ষমতা অর্পণ প্রসঙ্গে।
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং-৩বি/২পিই(হি:)/প্র-শি(আ:প্রে)/২০১৩-১৪/৬৫১, তারিখ: ১৮/০২/২০১৬
উপর্যুক্ত বিষয়ে সূস্ত্রস্থ পত্রের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, এ মন্ত্রণালয়ের ১৬/০৮/২০১৫ তারিখের ৩৮.০০৮.০১৩.০৫.০০.০০২.২০১৩-৫০৯ নং স্মারকে জারিকৃত আদেশের ০৫ নং ক্রমিকে বর্ণিত ভবিষ্য তহবিল হতে অগ্রিম উত্তোলন মঞ্জুর বিষয়ে কর্তৃপক্ষ নির্ধারণ অংশ নিম্নরূপভাবে সংশোধনপূর্বক প্রতিস্থাপন করা হল:
- NON Govt. Teacher Pension Facilities 2025 । বেসরকারি শিক্ষক অবসরে এককালীন আর্থিক সুবিধাদির কি কি পাওয়া যায়?
- বেসরকারি শিক্ষক অবসর কল্যাণ ভাতার হিসাব ২০২৫ । বর্তমানে এবং ৫ ও ১০ বছর পরে কল্যাণ ও অবসর সুবিধা প্রাপ্তির তুলনামূলক বিবরণী
- সরকারি ড্রাইভার ওভার টাইম ২০২৫ । মাসিক ২৫০ ঘন্টা পর্যন্ত অধিকাল ভাতা প্রাপ্য হবেন?
- Govt. Driver Overtime 2025 । ড্রাইভারদের অধিকাল ভাতা হিসাব করার নিয়ম কি?
- উপদেষ্টার তালিকা ২০২৫ । ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব কে পেলেন?
(১) প্রধান শিক্ষকদের সাধারণ ভবিষ্য তহবিল এর জমাকৃত অর্থ থেকে অফেরতযোগ্য অগ্রিম/চূড়ান্ত উত্তোলন মঞ্জুরের ক্ষমতা সংশ্লিষ্ট বিভাগীয় উপ-পরিচালকদের উপ অর্পণ; এবং
(২) অফেরতযোগ্য অগ্রিম/চূড়ান্ত উত্তোলন ব্যতীত অপরাপর সকল ধরনের অগ্রিম উত্তোলন মঞ্জুরের ক্ষমতা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের উপর অর্পন।
(জাজরীন নাহার)
সিনিয়র সহকারী সচিব (বিদ্যা-২)
সিনিয়র সহকারী সচিব (বিদ্যালয়-২)
ফো: ৯৫৭৭২৫৫
এ সংক্রান্ত আদেশটি হুবহু কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড