সাধারণ ভবিষ্য তহবিলের অর্থের উপর সাধারণত ১৩% সুদ প্রদান করা হয়। এ সুদ যদি কেউ নিতে না চায় তাহলে হিসাব খোলার সময় উল্লেখ করে দিলেই প্রতি বছর সুদ যোগ করা হবে না।
- সুদের হার ১৩%
- চাকুরী স্থায়ী হওয়ার পর অর্থাৎ ০২ বছর পর জিপিএফ কর্তন বাধ্যতামূলক।
- চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করা হয়।
- চাকুরীজিবীর বয়স ৫২ বছরের উর্দ্ধে হলে অফেরত যোগ্য ঋণ নেয়া যায়।
- জিপিএফ থেকে গ্রহণকৃত অগ্রিম ফেরত দিতে হয়।
- ফুলবাড়িয়া হাসপাতাল সেবা প্রাপ্তি ২০২৪ । সরকারি কর্মচারী হাসপাতালের ডাক্তার ভিজিট, ঔষুধ প্রাপ্তি ও ভীর কম?
- সরকারি কর্মচারী হাসপাতাল কার্ড ২০২৪ । বিনামূল্যে চিকিৎসা সেবার কার্ড পেতে তথ্য ফর্ম নিজে জমা দিতে হবে?
- Return Submission Last Date 2024 । ২০২৪-২৫ কর বছরের আয়কর রিটার্ণ সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে
- সরকারি চাকুরিকাল কি? । পদোন্নতির জন্য চাকুরিকাল গণনায় বিবেচ্য বিষয়গুলি কি কি?
- সরকারি ছুটির তালিকা ২০২৫ । অফিস বন্ধের তালিকা কোথায় পাওয়া যাবে?
বিস্তারিত জানতে জিপিএফ বিধিমালা ও স্মারক দেখুন: ডাউনলোড
চাকুরি হতে বহিস্কৃত হলে কি পি এফ এর টাকা পাওয়া যাবেনা?
মূল টাকা ফেরত পাবেন।